আমার কবিতা সমগ্র
প্রথম খণ্ড
গাঁয়ের কবিতা-৬
-লক্ষ্মণ ভাণ্ডারী
সবুজ ছায়ায় ঘেরা ছোট মোর গ্রাম,
অজয় নদীর ধারা বহে অবিরাম।
গাছে গাছে পাখি ডাকে হরষিত চিত্ত,
বালুচরে শালিকেরা আসে সদা নিত্য।
আমাদের ছোট গাঁয়ে আমবন দিয়ে,
বধুরা কলসী কাঁখে যায় জল নিয়ে।
মোর গাঁয়ে সীমানায় পথ গেছে বেঁকে,
সোজা চলে গেছে পথ নদীঘাট থেকে।
নদীতটে বটগাছে শালিকের বাসা,
নদীধারে ধানখেতে ধান কাটে চাষা।
দিবসের শেষে রবি যবে অস্ত যায়,
সাঁঝের আঁধার নামে নদী কিনারায়।
চাঁদ উঠে তারা ফুটে আমাদের গাঁয়,
লিখিল ভাণ্ডারী কবি তাঁর কবিতায়।
সুন্দর হয়েছে
আপনর সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
চাঁদ উঠে তারা ফুটে আমাদের গাঁয়, লিখিল ভাণ্ডারী কবি তাঁর কবিতায়। অভিনন্দন।
আপনার মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। অনুপ্রেরণা পেলাম।
সশ্রদ্ধ অভিনন্দন জানাই। সাথে থাকবেন।
জয়গুরু!
সুন্দর হয়েছে কবি ভাণ্ডারী।
মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম। প্রীতি আর শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন। জয়গুরু!
ভালোবাসাময় ভালোবাসা।
মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। শুভেচ্ছা রইল।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
সুন্দর।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম ও অনুপ্রেরণা পেলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ভালো কবিতা।
মন্তব্যে মুগ্ধ ও আবেশিত হলাম। শুভেচ্ছা রইল।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!
ভালো পদ্য।
আপনর সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!