গাঁয়ের কবিতা মাটির গান কবিতা-৪
-লক্ষ্মণ ভাণ্ডারী
গাঁয়ের মাটি ডাকছে ওরে
আয় রে চলে আয়।
যেথায় গাছে পাখিরা নাচে
মধুর সুরে গায়।
নিশার স্বপন গেল টুটে,
পূব আকাশে রবি উঠে,
কাননে কুসুম কলি ফুটে,
ফুলের বাগিচায়।
গাঁয়ের মাটি ডাকছে ওরে
আয় রে চলে আয়।
গাঁয়ের বধূরা রাঙা পথে,
জল নিয়ে আসে নদী হতে,
চলিছে সকলে দ্রুতপদে,
দাঁড়ায় এসে আঙিনায়।
গাঁয়ের মাটি ডাকছে ওরে
আয় রে চলে আয়।
নদীর ঘাটে বিকাল বেলা,
সমাপ্ত হয় দিনের খেলা,
বিহগ সকল জুটে মেলা,
অজয়ের কিনারায়।
গাঁয়ের মাটি ডাকছে ওরে
আয় রে চলে আয়।
সূর্য যখন বসেছে পাটে,
কিরণ পড়ে নদীর ঘাটে,
দূরে কাঁকনতলার মাঠে
দেখি সূর্য ডুবে যায়।
গাঁয়ের মাটি ডাকছে ওরে
আয় রে চলে আয়।
গাঁয়ের কবিতা মাটির গান সত্যই অসাধারণ হয়েছে মি. ভাণ্ডারী। ঈদ মোবারক।
ঈদ মোবারক। পবিত্রতম ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
খুউব সুন্দর প্রিয় কবি দা। মুবারকবাদ।
ঈদ মোবারক। পবিত্রতম ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
গাঁয়ের বধূরা রাঙা পথে,
জল নিয়ে আসে নদী হতে,
চলিছে সকলে দ্রুতপদে,
দাঁড়ায় এসে আঙিনায়।
গাঁয়ের মাটি ডাকছে ওরে
আয় রে চলে আয়।
দারুণ কবি ভাণ্ডারী দা।
ঈদ মোবারক। পবিত্রতম ঈদের শুভেচ্ছা গ্রহণ করুন।
জয়গুরু!
ভালো পদ্য।
সুন্দর।