গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-২
শরত এসেছে পরশ লেগেছে
গাঁয়ের টান মাটির গান,
তরুর শাখায় বিহগেরা গায়
পুলকিত সবার প্রাণ।
শিউলি ফুটেছে টগর হেসেছে
ফুলবনে ফুলের শাখে,
মাধবী মালতী বেলি আর যুঁথি
মুরগীরা বাগানে ডাকে।
শারদ আকাশে সাদা মেঘ ভাসে
অজয়ের উভয় কূলে,
অজয়ের চরে শালিকেরা উড়ে
দুধার ভরা কাশফুলে।
সবুজের খেতে প্রাণ উঠে মেতে
সুশীতল হাওয়া বয়,
সোনা রোদদুরে অজয়ের চরে
স্মৃতি হয়ে কথা কয়।
যেদিকে তাকাই দেখিবারে পাই
শরতের সোনা ছবি,
পূর্বদিকে দেখি লাল রং মাখি
সকালেতে ওঠে রবি।
সবুজের খেতে প্রাণ উঠে মেতে
সুশীতল হাওয়া বয়,
সোনা রোদদুরে অজয়ের চরে
স্মৃতি হয়ে কথা কয়।
অভিনন্দন কবি মি. ভাণ্ডারী।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সশ্রদ্ধ অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
গাঁয়ের টান মাটির গানের গীতিকবিতা-২ এ অভিনন্দন কবি।
মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম। অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
শরতের পরশে গাঁয়ের টানে মাটির গান। সুন্দর কবিতা।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ ও আনন্দিত হলাম।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
যাহা দেখিবারে পায় সবে।
আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম কবিবর।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
অভিনন্দন কবি দা।
আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম কবি বোন।
আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!
কবিতায় অজয়ের দেখা পেয়েছি আজ।
আপনার সুন্দর মন্তব্যে বিমুগ্ধ হলাম প্রিয় কবিবর।
আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!