গাঁয়ের টান মাটির গান গীতিকবিতা-১০

গাঁয়ের টান মাটির গান
গীতিকবিতা-১০

ওই যে দূরে অজয়পারে
ছোট আমাদের গাঁয়ে,
দুধারে তার মাটির ঘর
সবুজ গাছের ছায়ে।

আমার বাড়ি বেড়ার ধারে
তাল পুকুরের ঘাট,
গ্রাম সীমানা ছাড়িয়ে পাবে
কাঁকন তলার মাঠ।

ফকির ডাঙা সামনে দিয়ে
রাঙাপথ গেছে বেঁকে।
কলসী কাঁখে গাঁয়ের বধূ
জল আনে নদী থেকে।

অজয় নদী ঘাটের কাছে
নৌকাখানি বাঁধা আছে।
নদীর তীরে শালিক পাখি
বাঁধে বাসা বটগাছে।

সাঁঝের বেলা আঁধার নামে
আমাদের ছোট গাঁয়,
মাটির ঘরে আলোক ঝরে
ফুট ফুটে জোছনায়।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

12 thoughts on “গাঁয়ের টান মাটির গান গীতিকবিতা-১০

  1. গাঁয়ের টান মাটির গানের গীতিকবিতা প্রাণঢালা শুভেচ্ছা জানালাম কবি মি. ভাণ্ডারী। :)

    1. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।

      এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে। ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক।
      অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

  2. ফকির ডাঙা সামনে দিয়ে
    রাঙাপথ গেছে বেঁকে।
    কলসী কাঁখে গাঁয়ের বধূ
    জল আনে নদী থেকে।

    এখন আর ঐসব দেখা যায় না। আমরা এখন আধুনিক ডিজিটাল হয়ে গেছি।

    1. ক্যাপচা সমস্যা হচ্ছে। মন্তব্য স্থান থেকে দ্রুত ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক। না হয় অনেকের পোস্টে  অনেকেই মন্তব্য করতে পারবে না বলে মনে হয়।     

      1. সহমত। আগেই ঠিক ছিল। এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে।
        অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।
        সাথে থাকুন, পাশে রাখুন।
        জয়গুরু!

    2. সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। সাথে থাকবেন এটা প্রত্যাশা করি।
      আগামী দিনে নতুন কাব্য – শরত্ আগমনী কাব্য  পর্বে পর্বে প্রকাশ করার ইচ্ছে আছে।
      সহযোগিতা কাম্য। জয়গুরু।

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।

      এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে। ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক।
      অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।

      সকলের সহযোগিতা কাম্য। সকলেই এগিয়ে আসুন।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই কবিবর।

      এখন মন্তব্য প্রকাশে  সমস্যা হচ্ছে। ক্যাপচা বক্স উঠিয়ে নেওয়া হোক।
      অনুরোধের মাধ্যমে কর্তৃপক্ষের সক্রিয় দৃষ্টি আকর্ষণ করি।

      সকলের সহযোগিতা কাম্য। সকলেই এগিয়ে আসুন।
      সাথে থাকুন, পাশে রাখুন।
      জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।