শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
কবি-লক্ষ্মণ ভাণ্ডারী
দ্বিতীয় পর্ব- আগমনী কাব্য-২
ভাদ্র ও আশ্বিন—এই দুই মাস নিয়ে শরৎকাল। কিন্তু ভাদ্রের মাঝামাঝিতেও দখল ছাড়তে নারাজ বর্ষা। যে শরৎকে দেখে আমরা গাই ‘আমার রাত পোহালো শারদ প্রাতে’, সেই অপরূপ ঋতুর সঠিক রূপটি ফোটে কিন্তু আশ্বিনেই।
বর্ষার বিদায়ে রবীন্দ্রনাথ লিখেছিলেন,
‘কালো মেঘের আর কি আছে দিন, ও যে হলো সাথী হীন।’ ভাদ্র মাসেও তো সাথিহীন হওয়ার লক্ষণ নেই কালো মেঘের।
নীল আকাশের সাদা মেঘের আনাগোনা হটিয়ে
আর শরৎ-সোনার আলো নিভিয়ে দিয়ে
বর্গীর মতো হঠাৎ হঠাৎ হামলা দেয় কালচে
ধূসর মেঘ। ভাদ্রের শেষেও।
আবহাওয়াবিদেরা বলেন, শরৎকালে মেঘের রং সাদা হওয়া কাম্য। নইলে বিলম্বিত বর্ষার ভয় থাকে। সময়ের বর্ষা যেমন প্রকৃতির আশীর্বাদ, অসময়ের অতিবৃষ্টি তেমনি অভিশাপের মতো। বিলম্বিত বর্ষার সঙ্গে সঙ্গে আসে বন্যা, রোগ আর ফসলনাশ।
শারদ অর্ঘ- ১৪২৬ কবিতা সংকলন
দ্বিতীয় পর্ব- আগমনী কাব্য-২
কথা ও সুর – কবি-লক্ষ্মণ ভাণ্ডারী আগমনী (প্রচলিত)
ঐ আসে, মোর উমা আসে
আসে এক বছর পরে।
মায়ের ব্যথা কেউ বোঝে না
কাঁদে সারা বছর ধরে।
ঐ আসে, মোর উমা আসে……….
মা আর মেয়ে বহুদিন পরে
আহার করে একসাথে,
সারা বছর ঘুম আসে না
জেগে রয় মা মাঝরাতে।
ঐ আসে, মোর উমা আসে……….
ঐ আসে, মোর উমা আসে
আসে এক বছর পরে।
মায়ের ব্যথা কেউ বোঝে না
কাঁদে সারা বছর ধরে।
সপ্তমী অষ্টমী তিথি নবমী
শেষে বিজয়া দশমীতে,
সবার কাছে বিদায় নিয়ে
মা আসেন কৈলাসেতে।
ঐ আসে, মোর উমা আসে……….
ঐ আসে, মোর উমা আসে
আসে এক বছর পরে।
মায়ের ব্যথা কেউ বোঝে না
কাঁদে সারা বছর ধরে।
খুব ভালো গাললো কবি দাদা। আগাম শারদীয় শুভেচ্ছা রইল।
সুন্দর মন্তব্যে হৃদয় ভরে ওঠে। আপনাকেও রইল শারদীয়া শুভেচ্ছা।
সাথে থাকবেন সেইটা আশা করি । জয়গুরু!
দারুণ সংযোজন হয়েছে কবি ভাণ্ডারী দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন আশা রাখি । জয়গুরু!
শ্রমসাধ্য পোস্টটি পড়লাম কবি।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন আশা রাখি । জয়গুরু!
সময়ের বর্ষা যেমন প্রকৃতির আশীর্বাদ, অসময়ের অতিবৃষ্টি তেমনি অভিশাপের মতো। বিলম্বিত বর্ষার সঙ্গে সঙ্গে আসে বন্যা, রোগ আর ফসলনাশ।
আপনার সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম।
দিন চলে যায়। স্মৃতি শুধু রয়ে যায়।
তাই দিয়ে শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন আশা রাখি ।
জয়গুরু!
এতো ঘন ঘন আপনার পোস্ট পড়তে হয় যে, ভুলেই যাই এই পর্বটি পড়েছি কিনা।
দিন চলে যায়। স্মৃতি শুধু রয়ে যায়। স্মৃতি শুধু মধুময় মনে হয়।
তাই দিয়ে শারদীয়া শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন আশা রাখি ।
জয়গুরু!
শারদীয়ার শুভেচ্ছা প্রিয় কবি দা।
দিন চলে যায়। স্মৃতি শুধু রয়ে যায়। স্মৃতি শুধু মধুময় মনে হয়।
তাই দিয়ে শারদীয়া শুভেচ্ছা জানাই।
মন্তব্যে মুগ্ধ হলাম।
সাথে থাকবেন আশা রাখি ।
জয়গুরু!
শারদীয় শুভেচ্ছা রাখলাম কবি দা।
মন্তব্যে মুগ্ধ হলাম। আন্তরিক শুভেচ্ছা জানাই।
সাথে থাকবেন আশা রাখি ।
জয়গুরু!