যা দেবী সর্বভূতেষু… মহিষাসুরমর্দিনী শ্রী শ্রী চণ্ডীস্তোত্রম্ – (সমাপ্তি) দ্বাদশ পর্ব

যা দেবী সর্বভূতেষু… মহিষাসুরমর্দিনী
শ্রী শ্রী চণ্ডীস্তোত্রম্ – (সমাপ্তি) দ্বাদশ পর্ব সমাপ্তি কবিতা

সংগ্রহ, সম্পাদনা ও স্তোত্রপাঠ- লক্ষ্মণ ভাণ্ডারী।

পুরাণ মতে, মহালয়া থেকে শুরু দেবীপক্ষ৷ বছরে একবার মাত্র পাঁচ দিনের জন্য মা দুর্গা তার ছেলে-মেয়েদের নিয়ে বাপেরবাড়ি আসে৷ এক বছর পর ঘরে ফিরে আসে উমা৷ মেয়ের ঘরে ফেরার আনন্দে জোরকদমে শুরু হয়ে যায় প্রস্তুতি৷ সেজে ওঠে উমার ঘর৷ মেয়েকে তার পচ্ছন্দের খাবার রেঁধে খাওয়ানো হয়৷
দশমী আসতেই উমাকে তার শ্বশুড়বাড়ি পাঠানোর তোড়জোড় শুরু হয়ে যায়৷ রীতি নীতি মেনে মেয়েকে শ্বশুড়বাড়ি পাঠানো হয়৷ সিঁদুর খেলা হল অন্যতম রীতি৷ বিদায়ের আগে সিঁদুর খেলা হয় কারণ, মা দুর্গাকে বাঙালীরা বিবাহিতা নারী হিসাবে মনে করে৷ হিন্দু রীতি অনুযায়ী সিঁথির সিঁদুর আসলে বিবাহিতা নারীর চিহ্ন৷ অনেকের বিশ্বাস, যথাযথ রীতি মনে সিঁদুর খেলা হলে অকালে কোন মহিলা বিধবা হবেন না৷

বিজয়া দশমীর দিন আগে মাকে বরণ করা হয়৷ পান পাতা, সন্দেশ ও সিঁদুর দিয়ে উমাকে বরণ করা হয়৷ মুখে পান পাতা ছুঁইয়ে, সন্দেশ খাইয়ে এবং সিঁদুর পড়িয়ে করা হয় বরণ৷ একপরই বিবাহিতা বাঙালী মহিলারা মেতে ওঠে সিঁদুর খেলায়৷ মাইকে আজও ধ্বনিত হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অভয় মন্ত্রপাঠ।

যা দেবী! সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

যা দেবী! সর্বভূতেষু মাতৃরূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

যা দেবী! সর্বভূতেষু শান্তিরূপেন সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

মহা আনন্দেই কেটে গেল পূজার দিনগুলো। এবার আবার প্রতীক্ষার পালা একটি বছরের। সবাইকে বিজয় দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। সাথে থাকুন, পাশে রাখুন। জয়গুরু!

শ্রী শ্রী দুর্গাত্সব-১৪২৬ শারদীয়া পূজা-সংকলন
শ্রী শ্রী দুর্গাপূজার সমাপ্তি কবিতা- ৭

কবি- লক্ষ্মণ ভাণ্ডারী

বিদায়ের অশ্রুজলে মা মেনকা কেঁদে কেঁদে বলে,
আর না পোহায়িও নিশা আমার উমা যাবে চলে।
সপ্তমী ও অষ্টমী তিথি, আর নবমীতে হয় মহাপূজা।
দশমীতে বিদায় লয়ে কৈলাসে যান দেবী দশভূজা।

একটি বছর তরে হয় প্রতীক্ষা আমা সবাকার।
দেবী দূর্গতিনাশিনী ফিরে পুনঃ আসেন আবার।
বাঙালির দুর্গাপূজায় খুশিতে ভরে সবাকার মন,
বিজয়া দশমীতে দেবী বরণ হয় দেবী বিসর্জন।

পুজার দিনগুলির সুখস্মৃতি হৃদয়ে রয়েছে গাঁথা,
বিদায়ের অশ্রুজলে দুর্গাপূজার সমাপ্তি কবিতা।
দুঃখভরা মন নিয়ে স্তব্ধ আজিকে আমার লেখনী,
দীর্ঘ প্রতীক্ষার সময় শুরু আগামীর আহ্বান শুনি।

আবার আসিও পুনঃ দুর্গা-জগজ্জননী এই বসুধায়,
সমাপ্তি কবিতা লিখেন লক্ষ্মণ কবি তার কবিতায়।

লক্ষ্মণ ভাণ্ডারী সম্পর্কে

লক্ষ্মণ ভাণ্ডারী –নামেই কবির পরিচয়। কবির বাড়ি পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার পাথরচুড় গ্রামে। প্রকৃতির সাথে পরিচয় ছোটবেলা থেকেই। বর্তমানে কবি বাংলা কবিতার আসর, বাংলার কবিতা ও কবিতা ক্লাবের সাথে যুক্ত। অবসর সময়ে কবি কবিতা লেখেন ও স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কাব্যচর্চার সাথে সাথে তিনি সাহিত্যচর্চাও করেন। গল্প ও রম্য রচনা আর ছোট গল্প লিখেন। বহু একাঙ্ক নাটকও তিনি লিখেছেন। অন্ধকারের অন্তরালে, সমাজের শত্রু ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও বহু যাত্রাপালা -সোনা ডাকাত, শ্মশানে জ্বলছে স্বামীর চিতা উল্লেখযোগ্য। কবির অভিনয় প্রতিভায় মুগ্ধ হয়ে বিচারক মণ্ডলী তাঁকে বহু সম্মানে ভূষিত করেছেন। লক্ষ্মণ ভাণ্ডারী একাধারে কবি ও অপর দিকে লেখক। তার লেখা “আমার গাঁ আমার মাটি”, আমার প্রিয় শহর জামুরিয়া, আমার প্রিয় শহর কুলটি, আমার প্রিয় শহর আসানসোল, আমার প্রিয় শহর রাণীগঞ্জ বহু পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। লক্ষ্মণ ভাণ্ডারী প্রকৃতপক্ষে হিন্দু ধর্মাবলম্বী হয়েও তিনি অন্য ধর্মকেও শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। তিনি বিশ্বাস করেন সব মানুষই ঈশ্বরের সন্তান। তাই ধর্মে আলাদা হলেও আমরা সবাই ভাই ভাই।

17 thoughts on “যা দেবী সর্বভূতেষু… মহিষাসুরমর্দিনী শ্রী শ্রী চণ্ডীস্তোত্রম্ – (সমাপ্তি) দ্বাদশ পর্ব

  1. বাঙালির দুর্গাপূজায় খুশিতে ভরে সবাকার মন,
    বিজয়া দশমীতে দেবী বরণ হয় দেবী বিসর্জন।

    আবার আসিও পুনঃ দুর্গা-জগজ্জননী এই বসুধায়,
    সমাপ্তি কবিতা লিখেন লক্ষ্মণ কবি তার কবিতায়।

    অভিনন্দন কবি মি. লক্ষ্মণ ভাণ্ডারী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

  2.  আপনাকেও বিজয় দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আর অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

  3. আজও ধ্বনিত হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের অভয় মন্ত্রপাঠ।

    যা দেবী! সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা।
    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

  4. যা দেবী! সর্বভূতেষু শক্তিরূপেন সংস্থিতা।
    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ।।

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

    1. আপনার সুন্দর মন্তব্যে প্রীত হলাম।
      শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
      জয়গুরু!

  5. শব্দনীড় ব্লগের সাথে সংযুক্ত সকল শ্রদ্ধেয় লেখক-লেখিকা ও কবিগণ সকলেই
    শুভ বিজয়াদশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
    জয়গুরু!

মন্তব্য প্রধান বন্ধ আছে।