শীতে কাঁপি ঠক ঠক ……. শীত এলো ভাই
প্রথম পর্ব শীতের কবিতা-১
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
শীতে কাঁপি ঠক ঠক শীত এলো ভাই,
কুয়াশায় ঢাকা মেঘ রবি ওঠে নাই।
হিমেল হাওয়ায় কাঁপে অজয়ের চর,
ফুলবনে ফুলকলি কাঁপে থর থর।
দিঘিপাড়ে হাঁসগুলি ডানা ঝাপটায়,
পাখী সব শীত কাঁপে গীত নাহি গায়।
শালগায়ে হরিহর খোলা আঙিনায়,
উনুনেতে কাঠ জ্বেলে আগুন পোহায়।
ময়না চড়ুই বসে রান্না ঘর চালে,
পথে কত লোক চলে শীতের সকালে।
কেহ চলে দূর গাঁয়ে কেহ ফিরে আসে,
উত্তরে হাওয়া বয় হিম পড়ে ঘাসে।
সকালের সোনা রোদ দেখা নাহি যায়,
শীতে কাঁপি ঠক ঠক শীত এলো ভাই।
দেখতে দেখতে শীত পড়ে গেলো। এসেই গেলো। সকালের সোনা রোদ দেখা নাহি যায়।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম। অনুপ্রাণিত হলাম।
শরীরে প্রতি যত্ন নেবেন। শুভকামনা রইলো।
জয়গুরু!
শীতের কবিতা-১ পড়লাম কবি ভাণ্ডারী দা। শুভেচ্ছা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!
ময়না চড়ুই বসে রান্না ঘর চালে,
পথে কত লোক চলে শীতের সকালে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!
হিমেল হাওয়ায় কাঁপে অজয়ের চর,
ফুলবনে ফুলকলি কাঁপে থর থর।
আহা আমার অজয়ের পাড়। ভালোবাসি অজয়ের স্রোতধারা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!
স্বল্প বিস্তর শীতের দেখা পাচ্ছি আজকে। শুভেচ্ছা প্রিয় কবি দা।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!
সকালের সোনা রোদ দেখা নাহি যায়,
শীতে কাঁপি ঠক ঠক শীত এলো ভাই।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!
হিমেল হাওয়ায় কাঁপে অজয়ের চর,
ফুলবনে ফুলকলি কাঁপে থর থর।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!
শীতকাল আমার ভালো লাগে।
সুন্দর মন্তব্যে মুগ্ধ করলেন প্রিয়কবি।
শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন।
জয়গুরু!