আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -৩
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
এই বর্ষ হবে গত দিন দুই পরে,
স্মৃতি শুধু রয়ে যাবে চিরদিন তরে।
এইভাবে কত বর্ষ হয়ে গেছে পার,
স্মৃতি শুধু ভেসে রয় মানসে আমার।
বর্ষশেষে নববর্ষ করে পদার্পন,
নববর্ষে বিশ্ববাসী খুশিতে মগন।
বর্তমান বর্ষশেষে অন্তিম সময়,
শুভক্ষণে নববর্ষ আগমন হয়।
বর্ষশেষে সুধীজন নিও ভালবাসা,
নববর্ষে সবাকার পূর্ণ হবে আশা।
ক্ষমা কর গুণীজন যদি করি ভুল,
বর্ষশেষে দিতে চাহি ভুলের মাশুল।
অসমাপ্ত কার্য যত করি সমাপন,
বর্ষশেষের কবিতা লিখেন লক্ষ্মণ।
বর্ষশেষে সুধীজন নিও ভালবাসা,
নববর্ষে সবাকার পূর্ণ হবে আশা।
ক্ষমা কর গুণীজন যদি করি ভুল,
বর্ষশেষে দিতে চাহি ভুলের মাশুল।
নিশ্চয়ই তাই। পুরোনো ভুলে নতুন আশায় বাঁধতে চাই বুক।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়।
আপনার সুস্বাস্থ্য কামনা করি।
ইংরাজী শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ভালো রাখুন।
জয়গুরু!
শুভ নববর্ষের শুভেচ্ছা কবি।
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
শুভ-নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।
শুভ নববর্ষ ২০২০ –এর শুভাগমনে
ধরিত্রী হয়ে উঠুক প্রাণময়ী।
জয়গুরু!
শুভ নববর্ষ আসে, আসে নব হর্ষে,
এবর্ষে কি পেলাম কি পাব নববর্ষে?
এটাই জিজ্ঞাসা???
সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
শুভ-নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।
জয়গুরু!
অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা।
শুভ নববর্ষ আসে, আসে নব হর্ষে,
এবর্ষে কি পেলাম কি পাব নববর্ষে?
এটাই জিজ্ঞাসা???সুন্দর মন্তব্যে মুগ্ধ হলাম প্রিয়কবি।
শুভ-নববর্ষের অগ্রিম শুভেচ্ছা রইল।
শুভ নববর্ষ ২০২০ –এর শুভাগমনে
ধরিত্রী হয়ে উঠুক প্রাণময়ী।
জয়গুরু!
প্রাণঢালা ভালোবাসা।
আপনার হৃদয়গ্রাহী মন্তব্যে প্রাণিত হলাম। শুভ নববর্ষ-2020
ইংরাজী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
বছরের প্রতিটি দিন সুন্দর কাটুক। শুভ কামনা রইলো।
জয়গুরু!