আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্তমান ২০১৯ বর্ষের শেষ কবিতা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বর্তমান বর্ষ হবে পুরাতন আজি,
নববর্ষ আসে তাই নবরূপে সাজি।
বর্তমান বর্ষ শেষ আজিকার পরে,
নুতন প্রভাত জাগে নুতন বছরে।
দিন যায় রাতি আসে হয় অবসান,
নুতন প্রভাত হয় পাখি গাহে গান।
দিনশেষে সন্ধ্যা হয় রজনীপ্রভাতে,
দিবস শর্বরী বর্ষ এই মতে কাটে।
সারাবর্ষ ধরি আমি করিয়াছি ভুল,
ভুল প্রায়শ্চিত্ত আজ তাই সমতুল।
বর্ষশেষে সবাকারে করি নমস্কার,
করুন গ্রহণ সবে প্রণাম আমার।
এবর্ষ চলিয়া যাবে কিছু ঘণ্টা পরে,
অগ্রিম শুভেচ্ছা নিন শুভ অবসরে।
পূর্ব-প্রকাশিত বর্ষশেষের কবিতাগুচ্ছ ২০১৯ বর্ষ-বিদায়ের
শুভক্ষণে পুনরায় প্রকাশিত হল।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -১
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
সময়ের কাঁটা ঘোষিছে চৌদিকে,
শোন বিশ্ববাসীগণ;
পুরাতন বর্ষ যাবে চলে শেষে,
নববর্ষের আগমন।
বর্তমান বর্ষ যাবে কেটে
আর কয়দিন পরে,
পুরাতন বর্ষ লবে বিদায়,
সময়ের হাত ধরে।
দেয়ালে টাঙানো ক্যালেণ্ডারে
লাস্যময়ী এক ছবি,
কপালেতে তার শোভিছে যে টিপ,
ঠিক যেন ভোরের রবি।
হাসিভরা মুখ সয়েছে সুখ দুখ,
বিষাদে আজি মলিন,
আর কিছুদিন গত হলে তার
ঠাঁই হবে ডাস্ট-বিন।
সযতনে রাখা ফুলদানি সব,
শুধু মনে মনে ভাবে;
সব কিছুর স্মৃতি মন থেকে
চিরতরে মুছে যাবে।
এইভাবে হয়ে গেছে পার,
বহু পুরাতন বর্ষ,
বিদায় বেলায়, হারায় হেলায়,
সবাকার সংস্পর্শ।
স্মৃতির আয়নায় ধুয়ে মুছে যায়
পুরোনো দিনের স্মৃতি,
মনের গভীরে বেজে উঠে সুরে
বর্ষের বিদায় গীতি।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -২
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বিদায়ের অশ্রুজলে হয় অবসান,
বর্তমান বর্ষস্মৃতি হয়ে যাবে ম্লান।
নববর্ষ আসে তাই হরষিত মন,
পুরাতন বর্ষ করে অশ্রু বিসর্জন।
এ বর্ষে কিবা পেলাম? শুধুই বিষাদ,
নববর্ষে পূর্ণ হবে সব মনোসাধ।
পুরাতন বর্ষ শেষে, নববর্ষ আসে,
বিদায়ের কালে বর্ষ আঁখিজলে ভাসে।
এ বর্ষ চলিয়া যাবে কিছু দিন পরে,
প্রফুল্লিত মন তাই নববর্ষ তরে।
পুরাতন বর্ষ পরে হইবে বিগত,
নববর্ষের অগ্রিম জানাই স্বাগত,
বর্তমান বর্ষ যবে হবে সমাপন,
বর্ষশেষে ভালবাসা করিও গ্রহণ।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -৩
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
রূপ রস ও গন্ধ ময়,
পৃথিবী হতে বিদায় লয়,
পুরাতন বর্ষ শেষ হয়।
কচি নব কিশলয়,
চির সবুজ নাহি রয়,
বর্ষশেষে বৃন্তচ্যুত হয়।
সবুজ বনানী ছায়,
পাখি সব গান গায়,
উত্তরে হিমেল হাওয়া বয়।
মুকুলিত সব আশা,
স্নেহ, প্রেম, ভালবাসা,
জীবনে চির স্মৃতি হয়ে রয়।
বর্তমান বর্ষ বিদায় লয়,
নববর্ষের আগমন হয়,
বয়ে চলে অজয়ের ধারা।
নববর্ষের আগমনে
নব আশা জাগে মনে
বর্ষ শেষে হয় স্মৃতিহারা।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -৪
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
বর্ষে বর্ষে কোলাহলে
আসে এই ধরাতলে
অবশেষে বর্ষ হয় পার,
এই বর্ষে কি পেলাম
পেয়ে সব হারালাম
বর্ষ শেষে ধরণী মাঝার।
রূপ রস ও গন্ধ ময়,
পৃথিবী হতে বিদায় লয়,
পুরাতন বর্ষ শেষ হয়।
কচি নব কিশলয়,
চির সবুজ নাহি রয়,
বর্ষশেষে বৃন্তচ্যুত হয়।
সবুজ বনানী ছায়,
পাখি সব গান গায়,
উত্তরে হিমেল হাওয়া বয়।
মুকুলিত সব আশা,
স্নেহ, প্রেম, ভালবাসা,
জীবনে চির স্মৃতি হয়ে রয়।
বর্তমান বর্ষ বিদায় লয়,
নববর্ষের আগমন হয়,
বয়ে চলে অজয়ের ধারা।
নববর্ষের আগমনে
নব আশা জাগে মনে
বর্ষ শেষে হয় স্মৃতিহারা।
আমার কবিতাগুচ্ছ (বর্ষ শেষের কবিতা)
বর্ষশেষের কবিতা -৫
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
এই বর্ষ হবে গত দিন দুই পরে,
স্মৃতি শুধু রয়ে যাবে চিরদিন তরে।
এইভাবে কত বর্ষ হয়ে গেছে পার,
স্মৃতি শুধু ভেসে রয় মানসে আমার।
বর্ষশেষে নববর্ষ করে পদার্পন,
নববর্ষে বিশ্ববাসী খুশিতে মগন।
বর্তমান বর্ষশেষে অন্তিম সময়,
শুভক্ষণে নববর্ষ আগমন হয়।
বর্ষশেষে সুধীজন নিও ভালবাসা,
নববর্ষে সবাকার পূর্ণ হবে আশা।
ক্ষমা কর গুণীজন যদি করি ভুল,
বর্ষশেষে দিতে চাহি ভুলের মাশুল।
অসমাপ্ত কার্য যত করি সমাপন,
বর্ষশেষের কবিতা লিখেন লক্ষ্মণ।
এইভাবে হয়ে গেছে পার,
বহু পুরাতন বর্ষ,
বিদায় বেলায়, হারায় হেলায়,
সবাকার সংস্পর্শ।
স্মৃতির আয়নায় ধুয়ে মুছে যায়
পুরোনো দিনের স্মৃতি,
মনের গভীরে বেজে উঠে সুরে
বর্ষের বিদায় গীতি।
পদ্য কথা গুলোন ভীষণ রকমের হৃদয় ছোঁয়া। সবার জীবনের সমিল খুঁজে পাওয়া যাবে।
নতুন সূর্য, নতুন প্রান। নতুন সুর, নতুন গান। নতুন উষা, নতুন আলো। নতুন বছর কাটুক ভাল। কাটুক বিষাদ, আসুক হর্ষ। শুভ হোক নববর্ষ। আপনাকে জানাই নববর্ষের শুভেচছা নতুন বছরের সূচনায় সবার মনে থাকে জীবনের জরা-অন্ধকার ঝেড়ে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রত্যয়। আর সেই লক্ষ্যে সবার মনে অফুরন্ত জীবনীশক্তি নিয়ে আসুক ইংরাজী নববর্ষ- ২০২০। নতুন বছরের প্রতিটি দিন হোক সুন্দর। জয়গুরু!
ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধেয় কবি দাদা।
ইংরাজী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
বছরের প্রতিটি দিন সুন্দর কাটুক। শুভ কামনা রইলো।
জয়গুরু!
আপনার লেখার যে কোন পরিশেষ বা যে কোন ইভেন্টের পর একত্র সংযোজন অসাধারণ লাগে। অভিনন্দন কবি দা।
কবিতা আসরের যতেক কবিগণ,
আন্তরিক ভালবাসা করিও গ্রহণ।
ইংরাজী শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন।
বছরের প্রতিটি দিন সুন্দর কাটুক। শুভ কামনা রইলো।
জয়গুরু!
দিন যায় রাতি আসে হয় অবসান,
নুতন প্রভাত হয় পাখি গাহে গান।
ভালোবাসা কবি ভাণ্ডারী দা। নতুন বছরের ভালোবাসা।
সত্যিকারের সাফল্য কেবল তারাই নিয়ে আসে যারা এর জন্য প্রস্তুত। সুতরাং কখনই পিছিয়ে যাবেন না এবং সর্বদা নতুন চ্যালেঞ্জগুলি গ্রহণ করার সাহস পাবেন। 2020 –বর্ষের শুভ আগমনে আপনাকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি।
দারুণ পোস্ট। অনেক অনেক শুভেচ্ছা প্রিয় কবি দা। শুভ নববর্ষ।
Happy New Year 2020. Congratulations.