রথযাত্রার মেলা
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
সবাই টানিছে রথ সবুজ ডাঙায়,
বসেছে রথের মেলা গ্রাম সীমানায়।
রথযাত্রা ধূমধাম সারাদিন ধরে,
এসেছে সবাই রথে নববস্ত্র পরে।
জয় জগন্নাথ বলি উঠে জয়ধ্বনি,
জননীর হস্ত ধরি চলে সোনামনি।
জন কোলাহলে ভরে মেলার প্রাঙ্গন,
দোকানের পাশে ভিড় করে লোকজন।
হাঁকাহাঁকি ডাকাডাকি মহা কোলাহল,
ঝুমঝুমি, বাঁশি আর রবারের বল।
কাঠের পুতুল বেচে ও পাড়ার বিশু,
পুতুল পেয়েছে তাই খুশি ছোটশিশু।
দিনশেষে মেলা ভাঙে ঘরে চলে সবে,
ছুটিছে গোরুর গাড়ি, উচ্চ কলরবে।
খুব সুন্দর
আহা !! কী অসামান্য একটি সময় আমরা পেরিয়ে এসেছি। আজকাল সব কিছু অচেনা অবিশ্বাস্য মনে হয়। মনে হয় আমরা যেন কোনকালেও আমাদের ছিলাম না।
ছোটকালে রথে যেতাম । বন্ধুদের নিয়ে মজা করতাম।