মনসার বন্দনা গান
গ্রামের সার্বজনীন মন্দির গুলির মহোৎসব পর্বে মনসা দেবীর উত্থান ও পূজা পার্বণের পুণ্য লগ্নে সমগ্র উনবিংশ, বিংশ শতাব্দী থেকে আজও গ্রামের সধবা মহিলাদের একদল সমবেত কণ্ঠে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে মঙ্গল ঘট বসিয়ে এক সুন্দর লোক সুরের আঙ্গিকে মনসার বন্দনা গান গায় দশহরার ব্রত পালন করে। প্রতিটি গ্রামের সার্বজনীন থান বা মন্দিরে সমগ্র গ্রামের মাঙ্গলিক লোক দেবী রূপে দীর্ঘকাল যাবৎ ভক্তদের কাছে থেকে মনসা পূজা নিয়ে আসছে। তাই বৎসরান্তে এক দুই বার তার মহিমা কীর্তন পরিবেশনের মধ্যে দিয়ে মানসিক সুখ শান্তি অনুভব করে দক্ষিণ বঙ্গে এই দেবীর অনুগত ভক্তরা। লোক সঙ্গীতের আর অন্যান্য শৈলীর মতো মনসার পাঁচালীগান বা অভিনয়ের মধ্যেে দিয়ে যাত্রা পাঁচালী পরিবেশনের মধ্যেশ দিয়ে তারা দেবীর গুনকীর্তনে আনন্দে মাতে।
মনসার পাঁচালী গান সম্প্রদায়ের শিল্পীরা দেবী মাহাত্ম্য কীর্তনের পালায় অনুপ্রবেশের পুণ্য মূহুর্তে পুরুষ ও মহিলা চরিত্রের সমস্ত নরনারীরা সর্বপ্রথমে ‘আশাবারী’ খনন করে দেবীকে আনয়ন করে। লোক সমাজের প্রতিটি গৃহস্থের ধারণা এই সময় মনসা দেবী জাগ্রত হয়ে তার অনুগত ভক্তদের কৃপা করেন। সেই কৃপা বর্ষনের সামান্য করুণা লাভের আশায় হিন্দু সম্প্রদায়ের পুরুষ ও মহিলাদের একদল গন্ডি দেয় থানের চতুর্দিকে। অন্যা ন্যু জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষরা এই পবিত্র সঙ্গীতানুষ্ঠানেও কমবেশি উপস্থিত হয়। সেই পুন্যদ ক্ষনে শিল্পীরা মহানন্দে মনসা বন্দনা পরিবেশনের মধ্যের দিয়ে দেবীর চরণে নিবেদন রেখে সকলে উচ্চৈঃস্বরে গাইতে থাকে ;
জয় জয় মা মনসা, জয় বিষহরি গো ।
বন্দনা করি মাগো মা মনসার চরণে।।
তার পরে বন্দনা করি মহাদেবের চরণে। জয় জয় মা মনসা
তার পরে বন্দনা করি ভগবতীর চরণে।জয় জয় মা মনসা
তার পরে বন্দনা করি মা কালীর চরণে। জয় জয় মা মনসা
ও মা – – –
মাগো আকাল বন্দন পাতাল বন্দন বন্দনা করলাম,
আমি গুরুদেবের চরণে। জয় জয় মা মনসা
তার পরে বন্দনা করি তেত্রিশ কোটি দেবতা। (জয় জয়) (সংগৃহীত)
মা মনসার পূজা (ধর্মীয় কবিতা) সমাপ্তি পর্ব
কলমে- লক্ষ্মণ ভাণ্ডারী
(পঞ্চম পরিচ্ছেদ)
চাঁদ সদাগরে বলে সায়বেনের ঝি,
বামহস্তে পূজা দিতে চাঁদ হল রাজি।
ছয় পুত্র প্রাণ পায়, ভাসে মধুকর,
বামহস্তে পূজা করে সাধু চন্দ্রধর।
পূজা নিতে মনসার মর্ত্যে আগমন,
স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবগণ।
মা মনসার পাঁচালি যেবা পাঠ করে,
সর্প ভয় কাটে তার মনসার বরে।
শুনহ জীবের জীব বচন আমার,
শ্রাবণ সংক্রান্তিতে পূজা মনসার।
উপবাসী থাকি সবে পূজা কর তাঁর,
লভিবে অপার সুখ কহিলাম সার।
মা মনসার পাঁচালি হল সমাপন,
জয় মা মনসা দেবী বল সর্বজন।
(শ্রী শ্রী মা মনসার পাঁচালি পর্বে পর্বে সমাপ্ত। বাকি পর্বগুলি ভাদ্র সংক্রান্তিতে প্রকাশ করার রাখি)
. জয় জয় মা মনসা জয়।।
সমাপ্তি পর্বও পড়া শেষ হয়ে গেলো। আবারও দেখা হবে নতুন কোন সিরিয়ালে। ধন্যবাদ কবি লক্ষ্মণ ভাণ্ডারী। ভালো থাকুন। সম্ভব হলে শব্দনীড়ে আপনার পোস্ট এফবি'র বন্ধুদের জন্য শেয়ার করুন। ধন্যবাদ।
চমৎতার এক ছন্দময় কবি দা