শারদ সংকলন-১৪২৭ কবিতা মালা
আগমনী গীতি কবিতা (অষ্টম পর্ব)
কলমে-কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শরতের সাদা মেঘ করে আনাগোনা,
দূর হতে আগমনী গান যায় শোনা।
শরতের সোনা রোদ ঝরে আঙিনায়,
সাদা বক পাখা মেলি নদীপানে ধায়।
সবুজ ধানের খেত ভরা জল কাদা,
অজয়ের দুই ধার কাশ ফুলে সাদা।
বিলের জলেতে কত ফুটেছে শাপলা,
মাদলের তালে তালে কান ঝালাপালা।
মহুলের বনে কারা মাদল বাজায়,
রাখাল বাজায় বাঁশি সুর শোনা যায়।
শরতের সোনা রোদে ভরে ওঠে মন,
গুঞ্জরিয়া আসে অলি কমল কানন।
সরোবরে শতদল প্রস্ফুটিত হয়,
শিউলিরা পড়ে ঝরে বিদীর্ণ হৃদয়।
কবিতায় শুভেচ্ছা প্রিয় কবি লক্ষ্মণ ভাণ্ডারী। শুভ সন্ধ্যা।
সুন্দর পরিচ্ছন্ন কবিতা।
আগাম শারদীয় শুভেচ্ছা রইলো। সাথে অফুরন্ত শুভকামনাও থাকলো।