চলছে চলবে ধরণী
নাইকো তাহার ক্লান্তি,
আত্মত্যাগে আপনারই
দিয়ে চলেছে প্রশান্তি।
হুগলীর হাজী কিংবদন্তী
ছিলেন অনেক দরদী,
পেটের দায়ে করায় চুরী
চোরকে দিলেন মাফ করি!
সুদীর্ঘ দীর্ঘ পথপাড়ী
দিয়েছিলেন যেসব সন্যাসী,
মানবতার ডাকেপড়ী
তেরাসা মহাত্মা গান্ধী।
বীর বিক্রম বাংগালী
মানব সম্প্রদায়ের উন্নতি,
উদারতা যাহার প্রকৃতি
হক সাহেবের জীবনী।
শেখ মুজিবুর ব্জ্রকন্ঠী
ছিলেন স্বদেশের তরে জেলবন্দী,
হেতু ছিল কেবল একটি
মানবতা পাবে মুক্তি।
জাগাও জাগিয়ে স্বপ্রকৃতি
দুঃস্থের হও সহনাভূতি
জিয়া ছিলেন যেমন কৃষকের প্রতি
ইতিহাস আজও ভূলেনি।
হটাও হটিয়ে স্বতুষ্টি
বিলিয়ে দাও যে অসুখী
আপনার সুখ ত্যাগকারী
সেই তো খাঁটি সম্মানী।
সুন্দর লিখেছেন। অভিনন্দন প্রিয় কবি দা।
ধন্যবাদ বোন।
মানবতার পরিচয় আত্মত্যাগেই। এই বাণীটি সর্বৈব সত্য। কবিতার বক্তব্য এবং ভেরিয়েশন লক্ষ্য করা মতো। অনেক অনেক শুভেচ্ছা মি. মাহমুদুর রহমান। ধন্যবাদ।
অথচ আজ চারদিকজুড়ে কেবল অমানবিক পরিস্থিতি। মানুষে মানুষ না আছে সৌহার্দ্য না সম্প্রীতি ।ঢাকার জনগন কিন্তু এর উৎকৃষ্ট উদাহারন।
হটাও হটিয়ে স্বতুষ্টি
বিলিয়ে দাও যে অসুখী
আপনার সুখ ত্যাগকারী
সেই তো খাঁটি সম্মানী।
ইয়েস!
বেশ পরিচ্ছন্ন জীবনবোধের কবিতা। পদ্য হওয়ায় পড়তে সুবিধা হলো ভাই।
জেনে খুশী হলাম, বোন।
মানবতার পরিচয় আত্মত্যাগেই। আমাদের আরও মানবিক হতে হবে।
এটাই তো চাওয়া!
ক্ষমা পরম ধর্ম।
অবশ্যই।আমাদের বেশী বেশী ক্ষমাশীল হতে হবে।
বাহ্ ! দারুণ অভিব্যক্তি ! অসাধারণ জীবনবোধ।
শুভকামনা নিরন্তর ।
ধন্যবাদ ,বোন রুকশানা হক।
সুন্দর জীবনবোধ।
ভাল লাগা।
এমন জীবনবোধ যদি সবার মাঝে জন্ম নিতো!!
ভালোবাসা রইলো ভাই।
আল্লাহ আপনার মঙ্গল করুন।
কবি,কবি,কবি, মানবতার পরিচয় আত্মত্যাগেই শতভাগ সত্য খাটি কথা। কবিতায় প্রকাশ পেয়েছে সব সত্য।
হুম।এ নিয়ে আপনিও লিখুন।