আমি প্রায়শই একটা মেয়েকে স্বপ্ন দেখি
স্বপ্নে দেখা সেই মেয়েটি বড় অদ্ভুত!
আননে তার এক আকাশ বিস্ময়,
হাসিতে এক বুক আশা আর
দুচোখ এক সমুদ্র মায়ায় ভরপুর।
মাঝে মাঝে গহীন রাতে,
এ মনে একটি কথা এসে দাঁড়ায় নীরবে,
একটা মেয়ে এতো সুন্দর হয় কি করে!
আমি প্রশ্নে প্রশ্নবিদ্ধ হই আর
তার কথা ভেবে যাই নিরন্তর।
আননে তার এক আকাশ বিস্ময়,
হাসিতে এক বুক আশা আর
দুচোখ এক সমুদ্র মায়ায় ভরপুর।
রোম্যান্টিক কবিতা। অভিনন্দন মি. মাহমুদুর রহমান।
বাহ্ বেশ চমৎকার লিখেছেন।
শুভেচ্ছা জানবেন
নিরন্তর ভালোবাসা মাহমুদুর রহমান ভাই।
শুভেচ্ছা জানবেন ভাই।
সুন্দর লিখেছেন দাদা।
ভালোবাসাময় ভালোবাসা মাহমুদুর রহমান ভাই।
সুন্দর লিখেছেন ভাই।
আননে তার এক আকাশ বিস্ময়,
হাসিতে এক বুক আশা আর
দুচোখ এক সমুদ্র মায়ায় ভরপুর।
কবিতা পড়ে আমার ও যে ঐ মেয়েকে স্বপ্নে দেখতে ইচ্ছে করছে প্রিয় কবি। ঘোর লাগা কবিতা৷