রঙ্গিন স্বপ্নের অঙ্গনে আমি

শুনছো কি ও মহিয়সী
আদৌ বেঁচে আছো কি?
রঙ্গিন স্বপ্নের অঙ্গনে আমি
সতত তুমিহীনা তোমাকে খুঁজি।

তোমাকে ছাড়া এই আমি
যেন ছাদবিহিন কোন বসতি,
তোমাকে ছাড়া এ ভুবন
হৃদয়ে ভালো লাগে কি!

আকাশ ছোঁয়া ঐ পাহাড়
পাহাড় ঘেঁষে চলা ঝর্না,
ঝর্নার ঐ নিদারুণ অববাহিকা
তুমি আছো কোথায় বলনা!

ও আমার,
কোথায় আছো বল না।
অনুভবে তুমি আছো
আমার ধারে কাছে,
তুমি জানো না!

3 thoughts on “রঙ্গিন স্বপ্নের অঙ্গনে আমি

  1. আকাশ ছোঁয়া ঐ পাহাড় ঘেঁষে চলা ঝর্না,
    ঝর্নার ঐ নিদারুণ অববাহিকা
    তুমি আছো কোথায় বলনা!

    দারুণ মি. মাহমুদুর রহমান। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

মন্তব্য প্রধান বন্ধ আছে।