আড়ালের মাঝে থেকে
কি অমন দেখছো?
সিগারেট খাওয়া বুঝি
হয় না সহ্য?
কতই না বোকা তুমি
ভেবেছো কি কখনও?
শোনো ভালোবাসতে লাগে
এক আকাশ ধৈর্য!
নেই এই গুনটি
তোমার অনু ভাবনায়,
আছে কেবল একটাই
মোহ মনে যতনায়।
কাজেই,
টঙ্গের চেয়ার থেকে
দুরন্ত চেয়ে থেকো,
মাঝে সাঝে সুখটানে
আমিও চেয়ে রবো।
কি এমন মেয়ে তুমি
কি তোমার পরিচয়,
উত্তর চাই না
হৃদয়ে নেই সংশয়।
_মাহমুদুর রহমান।
উদ্দীপক কথোপকথন। বেশ আগ্রহ নিয়ে পড়লাম। শুভেচ্ছা মি. মাহমুদুর রহমান।
অসামান্য ভাবনায় নান্দনিক লেখনী ।