ছড়া, হলুদ রং

সূয্যি মামার জামা হলুদ,
হলুদ কদলী বুবুর খোসা।
মাখিয়ে নিয়ে হলদে রঙ,
আম পিসিমণি হয় পাকা।

আনারসের রসও হলুদ,
হলুদ কাঁঠাল দাদার রোয়া।
খেতে মজা পাকা পেঁপের,
হলদে রঙের মিঠা ফালা।

4 thoughts on “ছড়া, হলুদ রং

  1. সহজ সরল লিখা যে কোন পাঠককেই পাঠে উদ্বুদ্ধ করে … এমনটাই আমি বিশ্বাস করি। শিশুতোষ এই পদ্য লিখাটি বেশ লিখেছেন মাবিয়া হোসেন। শুভেচ্ছা রইলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ছড়াটি পরার জন্য আমি অনেক ধন্যবাদ জানাছি। চেষ্টা থাকবে ভালোকিছু লিখার জন্য:)

মন্তব্য প্রধান বন্ধ আছে।