তুমি খুব কষ্ট পাও, এমন কষ্ট….
তোমার কষ্ট দেখে কষ্ট ভুলে যাবে একা পাখিটি
দুপার ভাঙ্গা নদীর মত ভেঙ্গে যাক তোমার অন্তপুর
তুমি কাঁদো, তুমি কাঁদো
সুদীর্ঘ বর্ষার মত তোমার কান্না শেষে প্লাবন আসুক
চারপাশ থেকে বানের মত কষ্ট আসুক তোমার
আকাশের দিকে তাকালে তুমি মেঘ ধরে আসুক
বাতাসে এলে তুমি বাতাসে বাজুক বিরহী এস্রাজ
হঠাত ঝড়ে তুমি ঘর হারাও
আপন পর সব হারাও যেনো এক পাতা ভাসো জলে
তুমি পোড় তোমার মত অপার অনলে
হাত বাড়ালে তুমি ঝরে যাক ফুল
পা বাড়ালে বহুদূর দূরে যাক কূল
কষ্ট পেতে পেতে তুমি কষ্ট পেতে থাকো
একা হতে হতে তুমি একা হতে থাকো
বাসাহারা বাবুইয়ের মত হতাশ নয়নে….
চেয়ে থেকে থেকে তুমি হতাশায় ডুবো
কেউ নেই কোথাও তোমার এমন কষ্টে ভোগো
কেউ ছিল না কোন দিন এমন কষ্টে ভোগো
পাতাসব ঝরে যাক তাকালে তুমি
সবুজ চারপাশ জলহীন, জলহীন মরুভুমি
কষ্ট পেতে পেতে তুমি কান্না ভুলো
শুকোক তোমার নদী মুছে যাক কূলও
এভাবে এভাবে তোমার নাই হোব সব
এভাবে এভাবে তোমার কষ্ট তোমার
এভাবে শূণ্য শূণ্য সব শূণ্য তোমার
চোখ নেই ঘিরে তোমায় হাত নেই বাড়াবার
তখন, শূণ্যের ওপাশে দেখো অথৈ আঁধার
ওখানে রয়েছি আমি কত কত কাল
কত কত চেয়েছি তোমার এইদিন আসুক
এসে তুমি আর তোমার কষ্ট পাশে বসুক
তারপর তুমি আর আমি আর কষ্ট তোমার
আমাদের হবে একদিন, একদিন কোথাও হারাবার
আবারও একটি লঅম্বা বিরতির পর আপনার লিখা পড়লাম।
কি জানেন; অনুপস্থিত হলে অনেক পাঠকই হয়তো ভুলে যায় … আমি ভুলিনা।
আপনার জন্য আমার এবং শব্দনীড় এর শুভকামনা রইলো। এবং তার জন্যও।
ধন্যবাদ জামান ভাই। মানুষ সহজে যেটা পারে তা হলো ভুলে যেতে। তবু আপনার মনে আছি, এটা ভালো লাগার। পাঠকের দায় নেই লেখককে মনে রাখার, লেখকের দায় থাকে পাঠকের কাছে পৌছার।
আসলে সময়টা এমন যাচ্ছে যে নিজের নিয়ন্ত্রনে অনেক কিছুই নেই। সময় সময় কড়া নাড়া ছাড়া আপাতত কোন গতি নেই।
স্বদেশ প্রবাস উপার্জনের জন্য শ্রম কোথাও কম নয়। মূল্যমান স্বতন্ত্র হতে পারে।
সাহিত্যের জন্য যে তৃতীয় নয়ন; এই বিষয়টি যার হৃদয়ে বা মগজে নেই
তিনি পর্বতেও যা সমতলেও তা। অভিন্ন। আপনি সৃষ্টিশীল মানুষ।
অনেক অনেক শুভ কামনা থাকলো, লেখাটি অনেক সুন্দর, তবে কিছু টাইপো আছে মনে হয় ।