বৃষ্টির দিনে আমি মারা যাবো
আমার কবর ভরা পানি থাকবে
থৈ থৈ কবরে স্বজনেরা আমাকে
কবর নয় ভাসিয়ে দিয়ে যাবে
আমার কবর একটা নৌকা …
কবরের নৌকা বেয়ে আমি
চলে যাবো নিরুদ্দেশে
আমাকে পাবেনা আর তুমি
ও তোমরা কোন তুমুল বর্ষায়।
10 thoughts on “বৈরাগ্য”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
প্রথম পাঠ দর্শনে মনে হতে পারে বিষাদ জড়ানো একটি লিখা। খচিত চোখ আর মনন শৈলীই বলে দিতে পারে এর অন্তর্নিহিত অনুভব আর অনুভুতি। কতটা মিথ্যে এ জীবন। কতটা অস্থায়ী এ জীবন। দূরন্ত ছুটেরও সেই একটিই পরিণতি … অনিবার্য মৃত্যু।
শুভেচ্ছা মি. মাহাফুজুর রহমান। ভালো থাকুন এবং ভালো রাখুন। শুভকামনা।
অনেকদিন পর আপনার লিখা পড়লাম। আশা করবো ভালো ছিলেন। লিখাটি ভালো হয়েছে। আমাদের ভালোবাসা রইলো।
খুব সুন্দর লিখেছেন দাদা ভাই। তবে অনেকদিন পর।
জীবন বড়ই ক্ষুদ্র ভাইজান। ভালোবাসাময় ভালোবাসা নিন।
ভাল লেগেছে। শুভেচ্ছা রইল।
সংক্ষিপ্ত হলেও অনুভবের ব্যাপ্তি অনেক বিস্তৃত। প্রথম আপনার লেখা পড়লাম।
কবর নয় ভাসিয়ে দিয়ে যাবে আমার কবর … একটা নৌকা …
বেদনা ভারাক্রান্ত অথচ চিরসত্য কিছু অনুভব । অভিমান করে হলেও তা যে অনিবার্য সত্য । ভালো থাকুন।
অগোছালো কবিতা।