বৈরাগ্য ২

রৌদ্রলিপিতে যে লিখে রাখ প্রেম ও প্রত্যাখ্যানের
গল্প, শীতের উদোম শরীরে তা যথেষ্ট মিথ্যের।
শিশিরের যতিচিহ্নগুলো টুপটাপ ঝরে গেলে,
উড়ে যায় অনিচ্ছার পাখি, দূরে ডানা মেলে।
সমস্তদিন ঘুরেফিরে ফিরেঘুরে পাতার
মত, ঝরে যাওয়ার দুঃখ নিয়ে ফিরে ফের।

8 thoughts on “বৈরাগ্য ২

  1. আপনার লিখনে কোথায় যেন অসাধারণত্ব লুকিয়ে থাকে ঠিক ধরতে পারি না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. শিশিরের যতিচিহ্নগুলো টুপটাপ ঝরে গেলে,
    উড়ে যায় অনিচ্ছার পাখি, দূরে ডানা মেলে।

    আপনার কোন লেখা এই প্রথম পড়লাম। শুভেচ্ছা নেবেন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  3. লিখা সংক্ষিপ্ত হলেও অর্থবহ মনে করছি। অভিনন্দন মাহাফুজুর রহমান ভাই। অনেকদিন পর আপনাকে শব্দনীড়ে পেলাম। কেমন আছেন?

  4. ৬ লাইনে যেন অনেক কিছু বলে গেলেন প্রিয় কবি দা। আমার মনে আছে এক সময় আপনাকে নিয়মিত দেখতাম। আপনার লেখা পড়তাম। এখন অনেকদিন আপনার উপস্থিতি নেই। ফিরে আসুন দাদা। আমাদের ভাল লাগবে। শুভেচ্ছা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  5. আপনাদের সবাইকে ধন্যবাদ। ইচ্ছা থাকা সত্বেও শব্দনীড়ে আসা হয় না। আসলে বলা উচিত আসতে পারি না। ব্যাস্ততা সময় খেয়ে নিচ্ছে। জামান ভাইর স্নেহে আপনারা আমার লেখা পড়েন মাঝে মাঝে। মন্তব্য করেন। আমি সে সৌজন্যতাও রক্ষা করতে পারিনা। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।