টাককা টাকা টাকা

টাককা টাকা টাকা

টাকা না থাকায় দুঃখ বাড়ে
টাকায় আসে সুখ
কারও মুখ আমসি থাকে
কারও ফোলে বুক।

আছে যাদের অনেক টাকা
সুখ যে দুইহাতে
টাকাবিহীন জীবন মলিন
উপোষ থাকে রাতে।

কামাই টাকা জোটাই টাকা
পোদ্দারি খুব জোর
চুরির টাকা লুটের টাকা
বরাত মানিকজোড়

খরচ টাকা দু-হাতে খুব
জীবন থাকে রঙিণ
কেউ খাটে উথাল পাতাল
বেঁচে থাকা সঙিণ।

টাকাই জীবন টাকাই গড
টাকা পূণ্যফল
বাকি সব বেকার সাবাড়
বল হরিবল বল।

____________________
(অনেক আগে লেখা একটি ছড়া)

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

2 thoughts on “টাককা টাকা টাকা

  1. 'টাকাই জীবন টাকাই গড
    টাকা পূণ্যফল
    বাকি সব বেকার সাবাড়
    বল হরিবল বল।' https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. ঠিক বলেছেন, এখন টাকাই সব৷ ছন্দে ছন্দে দারুণ লাগল৷ 

    কেমন আছেন মাহবুব আলী ভাই? শুভেচ্ছা অবিরত৷

মন্তব্য প্রধান বন্ধ আছে।