পাছে লোকে কিছু বলে

পাছে লোকে কিছু বলে

দুই চোর পাশাপাশি
এক চোর দূরে
আধ-পাগলা বুড়ো এক
গান গায় সুরে।

আসর বসেছে বাসর বড়
গল্প-কবিতা পাঠ
নাম পরিচিতি প্রচার ভায়া
মানুষের হাট।

রণে ভঙ্গ দিয়ে পাগলা
গৃহে ফিরে চলে
অনেককিছু হলো দেখা
পাছে লোকে কিছু বলে।

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

6 thoughts on “পাছে লোকে কিছু বলে

  1. :) ভালোই লিখেছেন প্রিয় মাহবুব আলী ভাই। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. সেই কবিতা হার মানলো বটে

    শুভ কামনা কবি দা————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।