চালচিত্র

চালচিত্র

বিষ বেচেই কেউ ফুলেফেঁপে লাল
তিনতলায় থাকে শীতাতপ ঘরে
অমৃত সুধা হাতে দুয়ারে দুয়ারে ঘোরে যে
সে মানুষ বসে থাকে পায়ের তলায়।

মোড়ে মোড়ে বসিয়ে দাও শুঁড়িখানা
হাজার ভক্তের ভিড়ে হয়ে যাবে মৌতাত
সাদা দুধ বাড়ি বাড়ি কড়া নাড়ে
ভিখিরি আজও কষ্টে বাঁচে অসহায়।

শয়তানের বসবাস মানুষের মগজে
স্নায়ুতন্ত্র থেকে রক্তের শিরায় শিরায়
ঈশ্বর আজও পলাতক তাড়া খাওয়া কুকুর
অনায়াসে বিক্রি হয় মাত্তর দু টাকায়।

গরিবের বুকে চড়ে মিষ্টি হাসিতে
হাজার কথামালা স্বপ্নিল চাটুবাদী মায়া
দেশ বিদেশ ঘুরে বেড়ায় সমাজের দালাল-

গরিব সেই আজও গরিব
জোন দেয়…ঋণ করে…মার খায়
কাঁধভাঙা হিসাব কষে সূদ কিস্তির
দিনশেষে কড়ায়-গণ্ডায়।

(এপ্রিল ’৯৬)

মাহবুব আলী সম্পর্কে

মাহবুব আলী দিনাজপুর, বাংলাদেশ। প্রভাষক। প্রকাশিত বই: ১. অস্তিত্বের পলায়ন (গল্প) ১৯৯২ ২. ছোটগল্পের নির্মাণশৈলী (সাহিত্য ও সাংবাদিকতা) ২০১৮ ৩. অস্তিত্বের পলায়ন (গল্প) (রিভাইজড ভার্সন) ২০১৮ ৪. ভয় (গল্প) ২০১৮ ৫. পিঙ্গল বিকেলের আয়নায় (গল্প) ২০১৮ ৬. অযোগ্যতার সংজ্ঞা (গল্প) ২০১৮ ৭. রাত পাহারা চোখ (গল্প) ২০১৮ ৮. গোপনীয়তার অলিগলি (বড়গল্প) ২০১৮

2 thoughts on “চালচিত্র

  1. বাস্তবতার আবর্তে প্রতিটি শব্দ খাঁজে খাঁজে শ্রেফ ফিট্ করে নেয়া। ব্যাস মিলে যাবে সব চালচিত্র। আধোঘুম থেকে সহস্র বার জেগে উঠলেও জীবন একই মনে হবে। তারপরও ভালো থাকবেন প্রিয় মাহবুব ভাই। সালাম।

  2. আদর্শ মানের কবিতা গল্প দা। অনেক আগের লেখা হলেও আমার কাছে দারুণ মনে হয়েছে।

মন্তব্য প্রধান বন্ধ আছে।