যত দেখি বাড়ে তৃষ্ণা
নদীর তো নেই কোন সীমানা
ঢেউয়ে ঢেউয়ে ভাসবো বলে
ঝাঁপ দিয়েছি গহিন জলে।
বসন্তে সেজেছে কার আঙিনা
ফুলের গন্ধে আর ঘুম আসে না
জোস্নার সাথে রাত জাগবো বলে
পথহারা হয়েছি তার কবলে।
জলপরী যখন মেঘকন্যা
উড়ে যেতে তার নেই তো মানা
বৃষ্টিতে একদিন ভিজবো বলে
আটকে থাকি ওই মায়াকাজলে।
হাসছে কে সে অনন্যা
মনে হয় যেন পাহাড়ি ঝর্না
সত্যি সত্যি বুনো হবো বলে
পুড়ছি নিশিদিন এই অনলে।
অনন্য অনুভবের অনুপুঙ্খ বিশ্লেষণ। নান্দনিক
সৃজন।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অফুরান।
প্রচ্ছদ ছবি এবং কবিতার গড়ন … আপনার লেখনী শক্তির প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দিলো।
ধন্যবাদ স্যার।