ধারাবাহিক সংকল্প – মনিরুজ্জামান প্রমউখ

খানিক নেড়ে চেড়ে, ছেড়ে দিলে আর- যা কিছু হয়, হয়।
কিন্তু- ভালোবাসা হয়-না, বা- এগোয়-না।
মন-টা এগোতে এগোতে স্থির হয়।
তার বদলে থমকে গেলে হয়-তো হয়, নতুবা- হয়-না।
একে’র পর এক- ব্যক্ত-কে ভালোবাসা’র পরম-পরশ দিয়ে,
গলিয়ে গহীনে প্রবেশ করাতে হয়।
ধারাবাহিক তার- নাম।
সংকল্প তার- জরিয়া।

4 thoughts on “ধারাবাহিক সংকল্প – মনিরুজ্জামান প্রমউখ

  1. অসাধারণ গাঁথুনী। প্রথমেই আপনাকে স্বাগত জানাই কবি। শব্দনীড়ে অভিনন্দন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. চমৎকার ভাবনা কবি দা

মন্তব্য প্রধান বন্ধ আছে।