আহা প্রেম-১ ( নেই কোন আশা)

নেই কোন আশা? এসো কাছে বসে চলে যাই দূরে-
শুধু কিছুক্ষণ পাশাপাশি! গ্রহণ যদি না-ই করো
কি করতে পারি ! আমার হৃদয়ের সব প্রান্ত ঘিরে
জমেছিল মেঘ, বৃষ্টি ঝরে ঝরে, মুক্ত হবে আরো?
এই হাতে রাখো হাত শেষবার। ছুঁয়ে পুরান ব্যাথা
থেমে যাই যদি কোন অচিন কালে হয়ে মুখোমুখি
খুঁজে নেব সেই, যাহা ছিল না এই কপালে লেখা
আবার পড়বে মনে প্রেমালোক, হবে দেখাদেখি?

এখন এই প্রেম উচ্ছ্বাসের শেষ নিঃশ্বাসের কালে
যখন নাড়ি তার থমকে চুপচাপ হয়ে যায় স্থির
যখন বিশ্বাস মৃত্যুর কোলেতে পড়ে যায় ঢলে
আর সরলতা মৃত্যু বিছানায় থমকে যায় ধীর।

এখন যদি তুমি চাও, সকল খেলা হয়ে যাবে শেষ?
মৃত্যু থেকে জেগে উঠে, খুঁজব সব আবেগের রেষ।

2 thoughts on “আহা প্রেম-১ ( নেই কোন আশা)

  1. পরিশীলিত এবং পরিচ্ছন্ন মাপের লিখা। শুভ সকাল প্রিয় কবি মি. মালেক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. ধন্যবাদ আপনাকে।  

মন্তব্য প্রধান বন্ধ আছে।