অসমাপ্ত আবেগ

বোদরামের সৈকতে
মুখ থুবরে পড়ে আছে একটি শিশু
গায়ে লাল জামা, নীল হাফপ্যান্ট
পায়ে জুতা আর মোজা আছে
দেহ থেকে প্রাণটা উড়ে গেছে

যেন ফুটন্ত একটি ফুল
কান পেতে বালুর কথা শুনছে
আর বলছে-
এই তোমাদের সভ্য পৃথিবী!

সমুদ্র তাকে গ্রাস করেনি
ফিরিয়ে দিয়েছে, অথচ
চলমান সভ্যতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ
মানুষকে ভীনদেশে, সমুদ্রে আর মৃত্যুর পথে ঠেলছে

Youtube

1 thought on “অসমাপ্ত আবেগ

  1. আবৃতি সহ কবিতা প্রকাশ এটি অসাধারণ একটি কনসেপ্ট। আবৃতি অসাধারণ হয়েছে। উদ্যেগটির জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং সম্মান রাখি মি.  শেখ সাদী মারজান

মন্তব্য প্রধান বন্ধ আছে।