চাপা আর্তনাদ ভেসে আসে বাতাসে
বয়ে আনে ভয়ঙ্কর ভবিষ্যতের বার্তা
ক্ষয়ে যায় মানবতা, মুছে যায় চির সত্য ইতিহাস
জোর-জুলুম জিতে যায়; সময়ের নির্মম পরিহাস
রাজপথ কেঁপে ওঠে মানুষের মিছিলে
ব্যারিকেড দেয় পালিত পেটুয়ার দলে
দিন যায় রাত যায়, সবকিছু থেমে যায়
অতঃপর একদিন মানুষেরা ভুলে যায়।
4 thoughts on “একদিন মানুষেরা ভুলে যায়”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
দারুণ এক অনুভুতি ,বেশ লাগলো ।
কবিতায় আমাদের যাপিত জীবনের বাস্তবতা।
চরম বাস্তবতার প্রকাশ।
সুন্দর উপস্থাপনা। পাঠে মুগ্ধ হলাম।
আন্তরিক শুভেচ্ছা রইলো। জয়গুরু!