আলোর ঘর নেই-
উঠোনের নেই বারান্দার ছাউনি
বৃষ্টির নিজস্ব শিহরণের অভাব!
বালিশের মুখোশ উন্মুক্ত
নিমগাছ নিজে থেকেই ঔষধ
আর আমি! পরিত্যক্ত প্রেমিক।
জোৎস্নার ছায়া মুকুট নেই-
চাঁদের নিবুনিবু আলোর সংকট
ঝিঁঝিঁপোকা সুরে ডাকে না
নৌকার পালে বাতাসের আঁচড় নেই
পাতিহাঁসের সংসার পানিতে ভাসমান
আর আমার! ঘরে গৃহবধূর প্রতিকৃতি নেই।
মানসম্মত কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন কবি মুহাম্মাদ মাসুদ।
ধন্যবাদ প্রিয়। আপনার প্রতিও রইলো শত শত শব্দের শুভেচ্ছা
অসাধারণ দারুণ প্রকাশ ।
ভালোবাসা
আপনার কবিতার মতো আমিও এক পরিত্যক্ত ময়লা আবর্জনা।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি।
ধন্যবাদ কবিবর
সুন্দর অনুভব কবি দা
ভালো থাকুন
অনেক গভীর ভাবনা উঠে এসেছে এই কবিতায়………
থ্যাঙ্কিউ