গল্পের পার্থক্য নেই

রাত গাছে হরেক রকমের চাঁন
হরেক রকমের তাঁরা
একটার পর একটা দাঁড়িয়ে
চেকপোস্টের সামনে ঝোপঝাড়ের কাছে!

অন্ধকার দড়িতে হাঁটে ঘেউঘেউ কুকুর
দাম কষাকষি হয় চাঁনের
কুকুর খাবার পায়
কচমচ করে চিবিয়ে খায়!

দুটি কুকুর মজা পায়
একজন শরীরের অন্যজন অর্থ-দেহের
পাপীদের পাপ ছুয়ে দেখে না
পাপীরা মরে না জীবিত থাকে!

মুহাম্মাদ মাসুদ সম্পর্কে

মুহাম্মাদ মাসুদ (মোঃ মাসুদ রানা)। ১৯৯৫ সালের ১৪ এপ্রিল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার এনায়েতপুর থানার চৌবাড়ীয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। পিতা মোঃ লাল মিয়া, মাতা মোছাঃ জাহানারা খাতুন। শিক্ষা জীবনঃ চৌবাড়ীয়া টোকের পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে স্থল পাকড়াশী ইন্সটিটিউশনে ভর্তি হন। পরবর্তীতে বাড়ির পাশে নতুন স্কুল প্রতিষ্ঠিত হলে ৮ম শ্রেণীতে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাশ করে ভর্তি হয় খামারগ্রাম মহাবিদ্যালয়ে। ২০১২ সালে ব্যাবসায় শিক্ষা শাখা থেকে পাশ এইচএসসি করেন এবং ২০১৬ সালে মানবিক শাখায় বেলকুচি সরকারি কলেজ থেকে বিএ (ডিগ্রী পাশ কোর্সে) করেন। প্রকাশিত কাব্যগ্রন্থঃ যৌথভাবে মুক্তচিন্তা (২০১৮) ও নীলপদ্ম (২০১৯ বইমেলা) দন্ত্য 'স' প্রকাশনী থেকে প্রকাশ পায়। গল্পগ্রন্থঃ হুমায়ূন হিমু (বইমেলা - ২০২০)।

4 thoughts on “গল্পের পার্থক্য নেই

  1. কবিতায় শুভেচ্ছা জানিয়ে গেলাম প্রিয় কবি মুহাম্মাদ মাসুদ। ধন্যবাদ।

  2. নৈসর্গিক প্রতিভায়  লেখা ,পড়ে বিমোহিত হলাম।

  3. কবিতায় ভালো লাগা রেখে গেলাম, শ্রদ্ধেয় কবি দাদা। সাথে শুভকামনা থাকলো।       

মন্তব্য প্রধান বন্ধ আছে।