রাত গাছে হরেক রকমের চাঁন
হরেক রকমের তাঁরা
একটার পর একটা দাঁড়িয়ে
চেকপোস্টের সামনে ঝোপঝাড়ের কাছে!
অন্ধকার দড়িতে হাঁটে ঘেউঘেউ কুকুর
দাম কষাকষি হয় চাঁনের
কুকুর খাবার পায়
কচমচ করে চিবিয়ে খায়!
দুটি কুকুর মজা পায়
একজন শরীরের অন্যজন অর্থ-দেহের
পাপীদের পাপ ছুয়ে দেখে না
পাপীরা মরে না জীবিত থাকে!
কবিতায় শুভেচ্ছা জানিয়ে গেলাম প্রিয় কবি মুহাম্মাদ মাসুদ। ধন্যবাদ।
চমৎকার উদাহরণ কবি দা
নৈসর্গিক প্রতিভায় লেখা ,পড়ে বিমোহিত হলাম।
কবিতায় ভালো লাগা রেখে গেলাম, শ্রদ্ধেয় কবি দাদা। সাথে শুভকামনা থাকলো।