বাবা

আমি যখন ছোট ছিলাম বাবা তখন জীবিকার তাগিদে ছুটেছেন।
এরপর বাবা যখন অসুস্থ হলেন আমি বড় হলাম
মুলত বাবার অসুস্থতা সময়ের আগেই আমাকে বড় করে দিয়েছে।
এরপর জীবিকার তাদিগে আমার ছোটা শুরু হলো
বাবাকে নিয়ে আমার সমুদ্র দেখা হয়নি।
আজ আমার চোখের সামনে সমুদ্র আর সমুদ্র জুড়ে সু-বিশাল আকাশ আর আকাশে আমি বাবাকে খুঁজি।

আমাদের এই মধ্যবিত্ত জীবনে বাবার হাত ধরে সমুদ্র দেখা হয় না।
হয় না এমন সময় যে বাবা কে বলতে পারি বাবা তোমাকে ভালোবাসি
তার আগেই বাবারা ঠাঁই নেয় আকাশে।

বাবাদের এই চলে যাবার সময়টা আসলে সব বয়সের সকল মানুষের কাছে বড্ড অসময়।
আর আমাদেরও বাবার হাত ধরে সমুদ্র দেখার ইচ্ছে টা থেকেই যায়
থেকে যায় বাবা তোমাকে ভালোবাসি শব্দটা বুকের ভেতরে এক টুকরো কষ্ট হয়ে।
অগ্যতা কখন বাবা ছেলের সমুদ্র ভ্রমণ দেখে চোখটা ভিজে যায় আকাশটা তখন বড্ড ঝাপসা দেখায়।
বাবার কোনো ছবি নেই আমার কাছে তবুও চোখ বন্ধ করলে প্রাণবন্ত এক হাসিমাখা মুখ ভেসে উঠে মনের ক্যানভাসে,
বাবারা বুঝি এমন করেই সন্তানের বুকে বেঁচে থাকে।
আর হ্যাঁ;
বাবাকে কিন্তু আমি বরাবর ‘আব্বা’ ডাকতাম
আব্বা তোমায় ভালোবাসি।

২৩.০৬.২০১৮
কুয়াকাটা।

6 thoughts on “বাবা

  1. আপনার বাবার প্রতি সম্মান রেখেই বলি : বাবাদের এই চলে যাবার সময়টা আসলে সব বয়সের সকল মানুষের কাছে বড্ড অসময়। বাবা যে বাবাই। বাবার বিকল্প বাবা ই। :(

    1. সকল বাবারা সবখানে ভালো থাকুক।

       

      শুভ কামনা আপনার জন্য।

  2. বাবা'কে নিয়ে যে কোন লেখা পড়লে আমি বিষণ্ন হয়ে পড়ি। অসহায় লাগে। :(

  3. বাবাদের মধ্যে বাবা 

    তবুও রয়ে থাকে ভালোবাসা 

    অনেক শুভেচ্ছা নিবেন————-

মন্তব্য প্রধান বন্ধ আছে।