আমিও পথিক, গাই পথিকের গান
দেশ বিদেশে ঘুরেছি কত ইরান তুরান।
কত রঙ, আরও কত আছে তামাশা
আছে সবই শুধু নেই ভালবাসা।
দেশ বিদেশে ঘুরেছি কত ইরান তুরান।
কত রঙ, আরও কত আছে তামাশা
আছে সবই শুধু নেই ভালবাসা।
পাঞ্জাব সিন্ধু গুজরাট ইলোরা
প্যারিস রোম হয়ে এসেছি আগ্রা।
তেহরান কাবুল দুবাই সোমালিয়া
টেক্সাস টরেন্টো ফিলাডেলফিয়া।
পথে পথে ঘুরেছি, কত সাগর তীরে
হেঁটেছি সকাল সাঁঝে, জনতার ভিড়ে।
খুঁজেছি হৃদয়ের ঠিকানা, লোকালয়ের কাছে
পাইনি কিছু, হতাশ আমি কুহেলিকার মাঝে।
বেলা বয়ে যায় হাসি কান্নায়
শীত বসন্ত মিছে গান গায়।
কে আছ কোথায় বল শুনি বিধান
পশুতে মানুষে কী আছে ব্যবধান?
চীন জাপান হাওয়াই হংকং মালয়েশিয়া
ব্যাংকক ফিলিপাইন সিঙ্গাপুর ইন্দোনেশিয়া।
ওড়ে ওই আকাশে বাতাসে রঙ্গিন ফানুস
সাজান আছে সব দেখি নাই মানুষ।
এ কোন পৃথিবী দেখেছি এত দিন,
মনের জানালায় ওড়ে কি ধূলি রঙ্গিন?
চমৎকার লিখা। ভূপেন বাবুর যাযাবর খুব মনে পড়ে বন্ধু।

আমার জীবনটাই যে যাযাবরের জীবন বন্ধু!
মুগ্ধতা রাখছি দাদা। শুভ হোক, সুন্দর হোক আপনার পথ চলা।
ধন্যবাদ কবি!
বেলা বয়ে যায় হাসি কান্নায়
শীত বসন্ত মিছে গান গায়।
কে আছ কোথায় বল শুনি বিধান
পশুতে মানুষে কী আছে ব্যবধান? – ভাবার ব্যাপার।
ভাবতে থাকেন কবি ভাই। ভেবে ভেবে কিছু পেলে জানাবেন।
অনেকগুলো দেশের নাম জানতে পারলাম কবি ।
ভালো লাগলো পদ্য ।
শুভকামনা জানবেন।
আপনার জন্যেও রইল অনেক অনেক শুভকামনা।
সালাম ভাইয়া। এতো দেখছি দেশের মেলা বসেছে।
দেশের মেলা! বাহ! সুন্দর বলেছ।
অনেকদিন পর আপনার লেখা পড়লাম।
হ্যা, শব্দনীড় অনেকদিন পরে আব্র ফিরে এলো তাই মাঝে বিচ্ছেদ ছিল। আশা করি এখন নিয়মিত হবে।
কত রঙ, আরও কত আছে তামাশা
আছে সবই শুধু নেই ভালবাসা।…. নেই!?
ভালবাসা আছে তবে ভাড়া অনেক অনেক অনেক!