মায়াবিনী

114759823

মায়াবী মধুর প্রেম
তুমি এসেছ নীরবে
শিশির ঝরানো গান গেয়ে।

অবেলায় ঝরে গেল না ফোটা বকুল
যখন ফোটেনি আমার গানের মুকুল।
মানসী এসেছিল নীরব পথ চেয়ে
এলে তুমি হৃদয় সাগরে ভাঙ্গা তরী বেয়ে।

বসন্ত না গাহিতে প্রেমের গান
মিছে হলো স্বপন আমার
জুড়াল না শূন্য অবুঝ প্রাণ
মিলন তিথি খুলেনি দুয়ার।

তোমার কণ্ঠে উঠেছিল জেগে
গানের কথাগুলি হৃদয়ের সুর হয়ে
সজল আখির আকুল অভিমানে
আপন মনে প্রিয়তমা
রেখেছে তাই মুখ লুকায়ে।

5 thoughts on “মায়াবিনী

  1. বসন্ত না গাহিতে প্রেমের গান
    মিছে হলো স্বপন আমার
    জুড়াল না শূন্য অবুঝ প্রাণ
    মিলন তিথি খুলেনি দুয়ার।

    অনেক ভালোবাসা প্রিয় বন্ধু। সুন্দর লিখায় ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. ভাই আপনার লেখা ব্লগে এলেই পড়ি কারন ভালো লাগে, তবে এই লেখাটা গরমিল লাগছে যেমন
    ”মানসী এসেছিল নীরব পথ চেয়ে
    এলে তুমি হৃদয় সাগরে ভাঙ্গা তরী বেয়ে।”
    দুটো লাইনের মিলন যেমন ঠিক মত হয়নি ,তেমন একটা অতীত কাল অন্যটা বর্তমান অথচ কবিতার ভাব হিসাবে যাকে বলেছেন সে একজন, তাছাড়া কোথাও কোথাও ছন্দ মিলাতে বেশ অগোছালো ভাব চলে এসেছে।
    আশা করি কিছু মনে করবেন না ,ভুল হলে ক্ষমা করবেন, পাঠক হিসাবে আলোচনা করলাম।
    ভালো থাকবেন।

  3. বসন্ত না গাহিতে প্রেমের গান
    মিছে হলো স্বপন আমার
    জুড়াল না শূন্য অবুঝ প্রাণ
    মিলন তিথি খুলেনি দুয়ার https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।