অমর একুশে এবং আমরা বাঙালি

bangla-language

একুশে ফেব্রুয়ারি! এতদিন ছিল শহীদ দিবস আর এখন স্বীকৃতি পেয়েছে বিশ্ব মাতৃভাষা দিবসের। এটা আমাদের গর্ব, বাংলা আমাদের অহংকার!
ছোট বেলায় আমি নিজে এই দেশের বাহিরে বাবা মার সাথে এই বাংলাদেশের বাইরে অবস্থান করেছি। সেখানে বাংলা স্কুলেই পড়তাম। ২১শে ফেব্রুয়ারি এলেই স্কুল থেকে প্রভাতফেরীতে বের হতাম, টিচাররা সেফটিপিন দিয়ে বুকে কাল ব্যাজ আটকিয়ে দিতেন। সবাই একে একে লাইন ধরে বের হতাম। বেশ অনেকদিন পরে বাংলা কোন সিনেমার একটা গান “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি” গাইতাম। তখন আস্তে আস্তে বুঝতে শিখেছি ভাষা কাকে বলে মাতৃ ভাষা কাকে বলে। আমরা তখন ঘর এবং স্কুলের বাইরে ভিন্ন ভাষায় কথা বলতাম।
একসময় পেপার পত্রিকা পড়ে জানলাম ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস কেমন করে হয়েছে কে এবং কারা এই ভাষার জন্য শহীদ হয়েছিল। তাদের জন্য বুকে কষ্ট হতো আবার নিজেরা বাংলায় কথা বলতে পারি বলে গর্বও হোতো। এই বিশ্বের একমাত্র বাংলা ভাষার জন্যই যুদ্ধ করতে হয়েছিল জানলাম। আরও জানলাম ব্রাজিলিয়ানরা একটা গান গায় “ফিরিয়ে দাও আমাদের ভাষা” ওদের ইতিহাস এখনও আমি জানি না আসলে জানার সুযোগ পাইনি।
21 February Unique Facebook Covers (4)
ইদানীং একটা ব্যাপার দেখে খুবই অবাক লাগে এই ফেব্রুয়ারি মাস এবং ২১শে ফেব্রুয়ারির দিন এলেই আমাদের মনে পড়ে আমরা বাঙালি, বাংলা ভাষার প্রতি আমাদের দরদ উথলে উঠে কিন্তু এই মাস পার হয়ে গেলেই আমরা একটু শিক্ষিত যারা তারা কথার সাথে ২/১টা ইংরেজি না বলতে পারলে তাকে ছোট বা মূর্খ ভাবি। ভিন্ন ভাষা জানা বা বলতে পারা প্রয়োজন সে আমি আমার জীবনের ৩৬ বৎসর বিদেশের নানা দেশে থেকে এসে হারে হারে বুঝতে পারি। কিন্তু বিদেশে আমি নিজেকে বাংলা দেশের এবং আমার ভাষা বাংলা বলে নিজেকে গর্বিত মনে করেছি কিন্তু ভেবে পাইনা অনেকেই এতে লজ্জা পায় কেন!
এদেশে দেখি সরকারি অফিসে বাংলায় নথিপত্র লেখা এবং পত্র যোগাযোগ করা সরকারি ভাবে বাধ্য করা হয়েছে। খুব ভাল লাগে। অপেক্ষায় আছি কবে আমাদের এই বাংলা ভাষায় উচ্চ শিক্ষা নেয়া যাবে । কিন্তু বেসরকারি অফিসে কেন এই বাংলা ভাষা চালু হচ্ছে না? সরকার কেন এদিকে দৃষ্টি দিচ্ছে না? কেন এই দেশের মানুষ “আমি বাংলা পড়তে পারি না, আমি বাংলা লিখতে পারি না” বলে গর্ব বোধ করে?
আমাদের বাংলা ভাষার দাবী জানানো, যুদ্ধে প্রাণ দেয়ার কথা বিচার করে এই দিনটিকে বিশ্ব মাতৃভাষা দিবস প্রচলিত হয়েছে এতে মনটা আরও আনন্দ পায়। কিন্তু দুঃখ লাগে যখন দেখি এই মাসটা চলে গেলে সবাই বাংলার প্রতি কেমন যেন অবজ্ঞা দেখায়। আমি ভাল বাংলা জানি না, কম্পিউটারে বাংলা লিখতে পারি না, বাংলা বানানে হাজার হাজার ভুল। তাহলে কি আবার আমাদেরকে এই বাংলার জন্য যুদ্ধ করতে হবে? এসব দেখে ভীষণ অবাক লাগে। কবে তোরা বাংলা শিখবি, কবে তোরা বাঙালি হবি?
এই একটাই প্রশ্ন আমার।
আছে কেও যিনি আমার প্রশ্নের জবাব দিবেন!

10 thoughts on “অমর একুশে এবং আমরা বাঙালি

  1. এদেশে দেখি সরকারি অফিসে বাংলায় নথিপত্র লেখা এবং পত্র যোগাযোগ করা সরকারি ভাবে বাধ্য করা হয়েছে। খুব ভাল লাগে। অপেক্ষায় আছি কবে আমাদের এই বাংলা ভাষায় উচ্চ শিক্ষা নেয়া যাবে । কিন্তু বেসরকারি অফিসে কেন এই বাংলা ভাষা চালু হচ্ছে না? সরকার কেন এদিকে দৃষ্টি দিচ্ছে না? কেন এই দেশের মানুষ “আমি বাংলা পড়তে পারি না, আমি বাংলা লিখতে পারি না” বলে গর্ব বোধ করে?

    আসলে বিষয় টি কেমন জানি তিক্তবোধ লাগে
    বাংলা ব্যবহার করতে বাধ্য করা লাগছে- অথচ বাংলা ব্যবহার করতে প্রাণ দান করা লেগেছিলো।
    আমার আজকের লিখাটা এই বোধ নিয়েই-

    পঙ্কিলতার আঁচড়ে ক্ষতবিক্ষত বর্তমান
    রক্ত জলে গড়িয়ে যাচ্ছে অন্ধকার আগামীর পাণে-
    বিবেকের দহনে স্বেচ্ছায় পুড়ে ফেলি উত্তরাধিকার
    নিচিহ্ন করে ফেলি অস্তিত্বের শেকড়, জন্মদাগ
    ইতিহাসের জীর্ণ বক্ষ হতে এক এক করে উপড়ে ফেলি
    অনির্বাণ সোনালী চেরাগ,বজ্রকন্ঠ…
    হিংস্র দানবের পদচারণয় মুখর আমাদের বধ্যভূমি গুলো,
    অবক্ষয়ের ব্যাধিতে আক্রান্ত বর্ণমালার শাণিত শক্তি!

    1. আসলে বিষয় টি কেমন জানি তিক্তবোধ লাগে
      বাংলা ব্যবহার করতে বাধ্য করা লাগছে- অথচ বাংলা ব্যবহার করতে প্রাণ দান করা লেগেছিলো।

      যারা প্রাণ দেয়নি তারা এর মর্ম বুঝবে কেমন করে?

  2. ফেব্রুয়ারি মাস এবং ২১শে ফেব্রুয়ারির দিন এলেই আমাদের মনে পড়ে
    আমরা বাঙালি, বাংলা ভাষার প্রতি আমাদের দরদ উথলে উঠে।

    বড়ই বিস্মৃতিপরায়ণ জাতি আমরা। ঐতিহাসিক এই সত্য ভুলি কি করে !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Frown.gif.gif

    1. বড়ই বিস্মৃতিপরায়ণ জাতি আমরা। পরিতাপের সময় পাবে না!
      বড়ই বিস্মৃতিপরায়ণ জাতি আমরা। পরিতাপের সময় পাবে না!
      বড়ই বিস্মৃতিপরায়ণ জাতি আমরা। পরিতাপের সময় পাবে না!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Rant.gif.gif

    1. ধন্যবাদ মামুন ভাই।
      একদিন এই জাতিকে ব্রাজিলিয়ানদের মত গাইতে হবে “ফিরিয়ে দাও আমার মায়ের ভাষসা” কিন্তু এখন বুঝতে পাররছে না, বড়ই পরিতাপের কথা!

  3. ‘কবে তোরা বাংলা শিখবি, কবে তোরা বাঙালি হবি?`

    “স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন… কিন্তু সেই অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখা আরো কঠিন!“

    কী আর বলবো! আবার তোরা বাঙালি হ

  4. ** প্রিয় কবি,
    আমরা যেন সত্যিকারের চেতনাধারী বাঙালি হতে পারি….

মন্তব্য প্রধান বন্ধ আছে।