এই বাড়িট আমার। কোস্টারিকা শহরের এক প্রান্তে এই বাড়িটা কিনেছিলাম ১৮৬৫ সালে যখন আমার বয়স মাত্র ৩৫ বছর। কে কে এই বাড়িতে নেমতন্ন গ্রহন করতে আগ্রহী দয়া করে জানাবেন। না না ভাবনার কিছু নেই এখানে একসাথে আপনাদের মত ১০/১২টা পরিবার বেড়াতে পারবে। খাওয়া দাওয়ার কথা ভাবছেন? আরে না না, পাশেই সমুদ্র, ওখানে অনেক মাছ পাওয়া যায় আর বাড়ির ভিতরে রিতিমত ৩২ একর জমিতে একটা গরু আর একটা হাস, মুরগী, টার্কির খামার রয়েছে। শাকসব্জির কথা ভাবছেন? না না এ ব্যাপারে কিচ্ছু চিন্তা করবেন না ২৮০ একর জায়গা জুরে রয়েছে বিশাল শব্জি, ফুল আর ফলের বাগান।
বিকেলে এখানে বসে নিজের গরুর দুধ দিয়ে নিজের বাগানের কফি খাওয়া যাবে। কি বলেন ভাল লাগবে না? সাথে যে যা খেতে চাইবেন সবই করা যাবে। ১০জন বিশ্বের নামকারা শেফ এখানে কাজ করে ৫টা কিচেনে।
রাতে ঘুমাবার সময় কোন চিন্তা নাই বাড়ির চারিদিকে পূর্ণিমার চাঁদের আলোর মত সিকিউরিটি লাইট জ্বলে, এর মধ্যে ইচ্ছা করলে কবিতা আঁকতে পারবেন, ছবি লিখতে পারবেন আবার সাথে যদি আপন মানুষ থাকে তাহলে একান্তে বসে প্রেম করতেও পারবেন। এমন নিরিবিলি জায়গা আর কোথায় পাবেন? মশা মাছির জন্য ভয়? একেবারেই অসম্ভব! সারাদিনরাত ধরে প্রাকৃতিক ওষুধপত্র স্প্রে হতেই থাকে।
কী ভাল লাগছে না? তাহলে শব্দনীড়ের সবাই মিলে আসুন। আড্ডা, গল্প, খানাপিনা আনন্দ সব হবে।
বিকেলে এখানে বসে গরুর দুধ দিয়ে বাগানের কফি খাওয়া হলেই চলবে।
শব্দনীড়ের সবাই মিলে আড্ডা, গল্প, খানাপিনা আনন্দ সব হলে মন্দ হবেনা। :yahoo:
বড়ই মর্মাহত হইলাম বন্ধু! এত্ত কিছু থাকতে মাত্র a cup of coffee!

অবশ্যই অবশ্যই আড্ডা, গল্প, খানাপিনা তো থাকবেই!
ইয়েস বন্ধু। মাত্র a cup of coffee হৈলেই চলিবেক। পেটে আপাতত টান নাই। কারণ রাইতের খাওন দাওন শেষ হইছে তো, তাই অল্প স্বল্প হৈলেও চলবে।
ট্টহিক আছে বন্ধু তাই হোক। একটু পরে না হয় একটা গরু গ্রিল করুমনে, অনেক আছেতো!
গরু গ্রিল। ওরে আমার গরু গ্রিল।
হ হ, আনাম গরু জবাই দিয়া নাড়ুভুরি ফালাইয়া দিয়া মশলাপাতি মাইখা লোহার শিকে গাইথা নিচে কয়লার আগুন জ্বালাইয়া দিমুনে!
কেমন হইবো কন দেহি!
মন্দ হবে না জনাব।
আমি যামু না। বাড়ি পছন্দ অয় নাই।
পছন্দ হয় নাই ক্যেন? সামনে নীল দড়িয়া পিছনে পাহার!
রাতে ঘুমাবার সময় কোন চিন্তা নাই বাড়ির চারিদিকে পূর্ণিমার চাঁদের আলোর মত সিকিউরিটি লাইট জ্বলে, এর মধ্যে ইচ্ছা করলে কবিতা আঁকতে পারবেন, ছবি লিখতে পারবেন আবার সাথে যদি আপন মানুষ থাকে তাহলে একান্তে বসে প্রেম করতেও পারবেন।
আসছি ইচ্ছা করছে কবিতা আঁকতে , ছবি লিখতে
হ ভাই ছবি লেখবেন, কবিতা আকবেন, কত সুবিধা! দিন তারিখ ঠিক করেন। টিকেট করা লাগবো না আমাগো নিজেরই একটা ৫০ সিটের পেলেন আছে। উইড়া যামুনে পথে যদি কোন ঘাট দেইখা যাইতে চান তাও হইবো!
আপনার পেলেনে উঠে বসে থাকতে পারব না বলে দিলাম কিন্তু। জোরে ভর দেয়ার মত পাইলট রাখতে হবে বলে দিলাম।
আরে কি কন পেলেনেউইঠা বইসা থাকবেন ক্যান? কতক্ষণ পরে পরে কত ঘাট ধরবেন না, কইলকাতা, বোম্বাই, করাচী, দুবাই, ইস্তাম্বুল, এথেন্স, প্যারিস, লন্ডন, নিউইয়র্ক, ডালাস তারপ্রে আমার বাড়ি। ডর নাই!
ভাই সামনের নদীতে কি পুঁটি মাছ পাওয়া যায়


আমার আবার পুঁটিমাছের ডিপফ্রাই খুব পছন্দ….
আরে কি যে কন ভাই! পুটি মাছ কেন কাচকি মাছও পাইবেন, ডিপ ফ্রাই বা ভর্তা বা গ্রিল যা খুশি তাই খাইবেন!
আমারতো যাইতে মন চায়। এইরকম ছুটির দিন বিকালে সবাই মিলে আড্ডা দিলে মন্দ হইত না। বাড়ি খোলামেলা আছে বাচ্চারাও দৌড়াইয়া মজা পাইত।
মন চাইলে বেবাকতে মিলা চলেন। দিন তারিখ ঠিক করে। খালি বাচ্চারা দৌড়াইব কেন বাচ্চার মায় বাপেরাও গুল্লাছুট খেলতে পারবেন।
পেলেনের সামনে ব্যানার লাগামু “শব্দনীড় মেলায় যাত্রা” কেমন হইব?
জয় শব্দনীড়।
আমার একটা বাড়ী আছে এখানে । স্বপ্নে স্বপ্নে
এখানে কুনখানে? ঠিকনা ঠুকানা দেন দেখি বেবাকতে মিলা যাওন যায় নাকি। চিন্তা নাই আমার একটা পেলেনগাড়িও আছে।
কিছু মনে কইরেন না ভাই! আমার বাড়িও সপনে দেখেছি কাল রাতে!