শব্দনীড় রঙ্গমঞ্চ … আমাদের এইসব দিনরাত্রি

যদি কিছু মনে না করেন পোস্টে যারা স্বতস্ফুর্তভাবে অংশ নিয়ে এই পোস্ট সাদরে গ্রহন করে মতামত জানিয়েছেন এবং বিভিন্ন প্রস্তাব দিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ।
আজ অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল বলে আমি সারাদিন কিছু বলার সুযোগ পাইনি। হোটেল শেরাটনের সামনেই ১ ঘন্টা জ্যামে বসে ছিলাম।
অনেকেই নানা নাম প্রস্তাব করেছেন যেমনঃ

মুরুব্বী-
১. আমাদের এইসব দিনরাত্রি
২. বড় মুখে ছোট কথা
৩. ছোট মুখে বড় কথা
৪. ম্যান ভার্সেস ম্যান
৫. চলতি হাওয়ার পরিপন্থী
৬. জীবন যেখানে যেমন
৭. কাজ নয় কথা বেশী
৮. ঘটন অঘটনে ঘটন চক্র
৯. পথ থেকে পথ … গলি থেকে রাজপথ

দিলখুশ মিয়া-
১. গোল টেবিল বৈঠক
২.সাপ্তাহিক আড্ডা
৩.কথার পিঠে কথা
৪.আমাদের ভাবনা
৫.ওমরের জলসা
৬. মুরুব্বীর জলসা
৭. জলসাাঘর

মোকসেদুল ইসলাম
১। ‘আমি কিছু বলতে চাই’

খেয়ালী মন
১। শব্দনীড় রঙ্গমঞ্চ

জনাব ফকির আবদুল মালেক ভাইকে দায়িত্ব দিয়েছিলাম নাম বাছাই করার জন্য কিন্তু তিনি যেহেতু কুড়ার গোস্ত দিয়ে খেসারি ডাইলের রুটির নেমন্তন্ন খাইতে গেছে কাজেই তার অবর্তমানে আমিই নাম বাছাই করে নিলাম। এতে খেয়ালী মন এর “শব্দনীড় রঙ্গমঞ্চ” এর সাথে মুরুব্বীর “আমাদের এইসব দিনরাত্রি” এই সংমিশ্রণ ঘটিয়ে “শব্দনীড় রঙ্গমঞ্চ- আমাদের এইসব দিনরাত্রি”

যেহেতু আমাদের চলা পথের নানা ঝুট ঝামেলা, নানা ঘটনা অঘটন, হাসি কান্না, বলা না বলা কথা, কাজের বদলে কথার খৈ ফুটিয়ে চলছে তাই আমি এই নামটি সঙ্গত মনে করেছি।
কী? কেমন লাগছে?
অবশ্য যদি আর কোন উত্তম প্রস্তাব থাকে তবে তা সাদরে গ্রহনযোগ্য।
সবাইকে আবার ধন্যবাদ!
তাহলে অপেক্ষায় রইলাম পরবর্তী কার্যক্রম প্রথম পোস্ট এর।
দেখা হবে শব্দনীড় রঙ্গমঞ্চে

images (3)

16 thoughts on “শব্দনীড় রঙ্গমঞ্চ … আমাদের এইসব দিনরাত্রি

    1. ধন্যবাদ জনাব। তাহলে শুরু হোক “শব্দনীড় রঙ্গমঞ্চ … আমাদের এইসব দিনরাত্রি”-

      না মানে শব্দনীড় নিয়া পইরা থাকলে বৌএর আদরের নমুনা এইডা!

    2. আয়োজনটি সাপ্তাহিক হলে কেমন হবে ভেবে দেখতে পারেন স্যার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Paper.gif.gif

      1. হুম! ভাবিয়া দেখিতে হইবে!
        কিন্তু কাহারা ভাবিয়া দেখিবে? তাহার সবাই কর্পুরের ন্যায় উবিয়া গেল কি করিয়া? ইহাই এখন মূখ্য ভাবনার বিষয়, না কী বলেন?

      2. ঠিক আছে ঠিক আছে প্রতি বৃহষ্পতিবার সকাল ৮টায় এই শব্দনীড় রঙ্গমঞ্চ … আমাদের এইসব দিনরাত্রি সিরিজ প্রকিশিত হবে।
        সকলেই আসিবেন কিন্তু। যাত্রা হবে, নাচ হবে গান হবে, জিজ্ঞাসা হবে, রহিম রূপনের পাঠ হবে, বর্তমান হালচালের অবস্থা নিয়া আলোচনা হবে, আড্ডা হবে, কি হবে না? সব কিছুই হবে।
        না আসলে পরে আফসোসও হবে।

  1. শব্দনীড় রঙ্গমঞ্চঃ কিছু বলতে চাই

    আামার পছন্দ।

    দেখুন কতটা গণতান্ত্রিক আমি নিজের প্রস্তাব করা নাম পছন্দ না করে অন্যের পছন্দ থেকে আবার প্রস্তাব করলাম।

    আমি জানি না কয় বার অবহেলিত হলে আমি অগণতান্ত্রিক হবো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yahoo.gif

    আপনার কল্যাণ হোক।

      1. ধন্যবাদ জানাই আপনাকে @নীল সঞ্চিতা।

        গত পোষ্টের একটি মন্তব্য মনে করিয়ে দিচ্ছি….

        আড্ডা বা আলোচনা করতে হলে একটা কমন সময় বের করতে হবে। এখানে যেমন পোষ্ট দিয়ে কেউ চলে যায়, যার যারসুবিধা মতো এসে উত্তর দেয় বয় মন্তব্য করে, এ রকম হলে আড্ডা বা আলোচনা জমবে না।

        একটা কমন সময় নির্দিষ্ট করুন যাতে থেকে প্রস্তুত থাকা যায়।

      2. আগে থেকে ঘোষণা দিয়ে রাখতে হবে, পোষ্ট দিয়ে, মন্তব্য করে, ব্যক্তিগত যোগাযোগ করে প্রচারণা চালাতে হবে।

        কারণ এখানে বেশির ভাগ ব্লাগারই ব্যাস্ত থাকেন সে কথাটা বিবেচনায় রাখতে হবে।

      3. খালি ভোট দিলেই হইবে?
        ফাটাফাটি তাজেলের পাঠও করতে হবে।
        q1cc
        হারিকেন বাত্তি দিয়া খুজতে পারুম না কেওরে! আগেই কইয়া দিলাম।

    1. জনাব দিলখুশ মিয়া ভাই! আপনের মত মহত মানুষ এই দুনিয়াতে কয়জন আছে কন দেহি! আপনে হইলেন একজন উদার মনের দিলখুশ মানুষ, তাইতো কই এমন ত্যাগ কয়জনে পারে? একমাত্র হাজী মহসিন আর আপনে ছাড়া আর কেউ পারে না!

  2. হ্যাঁ ভোটই দিলাম। শিরোনামটি পছন্দ হইছে

    1. পছন্দ হলেই হবে না দৌড়িয়ে আসেন, রেসিং কার পাঠালাম!

মন্তব্য প্রধান বন্ধ আছে।