বাসে করে কোথাও যাবেন বলে বাসে উঠে একটা সিট খালি আছে দেখে এগিয়ে গেলেন এবং দেখলেন জনৈক ভদ্রলোক (সুন্দর সার্ট প্যান্ট পরনে বলে ভদ্রলোক ধরে নিতে পারেন) তার নিজের গাড়ি মনে করে এমন ভাবে দুইজনের সীটের ৮০% জুরে বসে আছেন। আপনি ক্ষণিক অপেক্ষা করে বাধ্য হয়ে বলেই ফেললেন একটু চেপে বসবেন?
ভদ্রলোকের কোন বিকার নেই।
এমন অবস্থায় কি করবেন?