সভ্যতা

Dhaka city-1

যান্ত্রিক ছন্দে ডিজেল মবিলের গন্ধে
মনটায় ভরে থাকে এ কোন আবেশ।।
রাজপথ হয়েছে এভিনিউ ফার্মগেটে
ফুটপাথে চলে সহস্র জনতা পায়ে হেটে।
সোডিয়াম বাতি জ্বলে নিভে গেছে গ্যাস
ট্রাইডেন্ট বোইং ছেড়ে কনকর্ড করেছে প্রবেশ।।

কলিমের ক্যান্টিনে চাইনিজ রেস্তোরা
বসে থাকে কপোত কপোতী জোড়া জোড়া
করে না প্রাত ভ্রমণ নাতির সাথে
সুপ্রভাত ছেড়ে বলে ‘গুড মর্নিং’
আধুনিক বেশে।।

ভুমিকাঃ খুলনা থেকে মংলার বাসায় ফিরছিলাম। সাথে ছিল টিউনিং করতে দেয়া হারমোনিয়াম। সুরকার ও শিল্পী বন্ধু শতদলও সাথে ছিল। রূপসা নদীর ফেরিতে উঠে গাড়ি থেকে নেমে দুই জনে কথা বলছিলাম এমন সময় একটা দানব ট্রাক ফেরিতে উঠে এক রাশ কাল ধোয়া ছেড়ে দিল আর সেই ধোয়া আমাদের নাকে মুখে। শতদলের কেমন লেগেছিল আর জিজ্ঞেস করিনি কিন্তু আমার কাছে ডিজেল আর মবিলের পোড়া তীব্র গন্ধ আমাকে ভিন্ন এক জগতে নিয়ে গেল। দেরি না করে গাড়িতে উঠে ব্যাগ থেকে কাগজ কলম নিয়ে লিখে ফেললাম। ফেরি ওপাড়ে পৌছার পর শতদলের হাতে কাগজটা দিলাম। উনি পাশে রাখা হারমোনিয়ামটা টেনে কোলে নিয়ে যেখানে নিয়ে গেলেন সেটা বাসায় যাবার পর আর এক সহকর্মী বন্ধু রেডিও ও টিভি শিল্পী খন্দকার মনসুরের মেয়ে সুমির কণ্ঠে ধরে রাখলাম। মনসুরের কণ্ঠে আমার পল্লি গিতি শুনেছেন এবার শুনুন তার মেয়ের কণ্ঠে আধুনিক গান। এ গান যখন ও গায় তখন মাত্র ৮ম ক্লাশে পড়ত আর এখন ওর ছেলে স্কুলে যেতে আসতে পারে।

4 thoughts on “সভ্যতা

  1. গীতিকাব্য এবং ঘটনার বর্ণনা পড়লাম বন্ধু। অডিও দেখা অথবা শোনা গেলো না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      1. ও! দু:খের কথা এই সুমি এখন দুরারোগ্য কিডনি সমস্যায় ভুগছে গত এক বছর ধরে। দুইটা কিডনিই কাজ করছে না। রেগুলার ডায়ালাইসিস চলছে।
        ওর জন্য দয়া করবেন।

মন্তব্য প্রধান বন্ধ আছে।