সঘন শ্রাবণে মেঘলা গগনে
এলো যে বরষা হায় এলো যে মনের বনে।
রিমঝিম কলতানে অবিরাম গাছের পাতায়
তোলে গুঞ্জন। যুঁই চামেলির পাতায় পাতায়
লাগে শিহরণ, কানে কানে কি গান গেয়ে
ঝিরি ঝিরি বাদল ফোটা মনে যায় দোলা দিয়ে।
জানালার ওপাশে পুকুরের বুকে টুপটুপ ঝরে বৃষ্টি
মনে হয় যেন আর কোন দিন ফেরাবো না দৃষ্টি।
এ যেন আকাশের জলকেলি পুকুরের সাথে
নদী নালা সবকিছু একাকার মাঠে আর ঘাটে।
দোলনচাঁপার পাপড়ি গুলো নুয়ে বলে কাছে এস
শালুকের পাতা বলে থির থির কেঁপে, আমায় ভালবেসো।
কামিনী কাঞ্চন ফুটে আছে কত বাগানের ওই ধারে
সুর ভরা এই দিনে সবই আছে শুধু তুমি নেই পাশে।
খালে বিলে জল রাশি ঝুরঝুর ঝুরছে
বাগানে কত কুসুম কলি হেসে হেসে ফুটছে।
মন বলে শোন এমন দিন যেন হয় না বৃথা
কাছে যদি আস তুমি কানে কানে কব কত কথা।
সবই তো রেখেছি সঞ্চীয়ে মনের গোপন কুঠিতে
যে কথা যায় না বলা সখী আভাসে আর চিঠিতে।
জানালার ওপাশে পুকুরের বুকে টুপটুপ ঝরে বৃষ্টি
মনে হয় যেন আর কোন দিন ফেরাবো না দৃষ্টি। ___ বাহ্ প্রিয় বন্ধু।
অনেক অনেক দিলখুশ বন্ধু।
আজও ভালো পেলাম খালিদ ভাই।
বহুত শুকরিয়া দাদা।
কবিতাটি কি প্রথম কোথাও প্রকাশিত হয়েছিল খালিদ দা ? প্রচ্ছদে ইমেজ দেখতে পাচ্ছি।
না দিদি, আমার গান বা কবিতা কোথাও দেইনি তবে এগুলি আমার প্রয়াত কন্যার করা প্রচ্ছদ এবং নাম " একাকীত্বের মূর্ছনা" গ্রন্থে প্রকাশ করার ইচ্ছা ছিল কিন্তু মেয়েটা চলে যাবার পর আমার সব কিছুই কেমন যেন ওলটপালট হয়ে গেল।
মুগ্ধ হয়ে পড়লাম খালিদ ভাই!
ধন্যবাদ এবং ধন্যবাদ।
শ্রদ্ধেয় কবি খালিদ দাদার লেখা কবিতা পড়ে রীতিমত মুগ্ধ হয়ে গেলাম। এমন আরও চাই।
দাদা, আমার গানের পাখি উড়ে গেছে।
কামিনী কাঞ্চন ফুটে আছে কত বাগানের ওই ধারে
সুর ভরা এই দিনে সবই আছে শুধু তুমি নেই পাশে।
* প্রিয় কবি, শোকাহত…
ধন্যবাদ ভাই, শোক আনন্দ, সুখ দু;খ নিয়েই চলা।