ছবি কথা বলে আবার মাঝে মাঝে নীরবে গানও শোনায়। ঢাকা শহরের তেমনি কিছু সঙ্গীতের সাথে দেখুন তার বিভিন্ন সময়ের কিছু রূপ। আমার বিশ্বাস যা সে নিজেই বলতে পারবে।
14 thoughts on “মৌণ সঙ্গীত (ঢাকা মহানগরী)”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ছবি কথা বলে আবার মাঝে মাঝে নীরবে গানও শোনায়। ঢাকা শহরের তেমনি কিছু সঙ্গীতের সাথে দেখুন তার বিভিন্ন সময়ের কিছু রূপ। আমার বিশ্বাস যা সে নিজেই বলতে পারবে।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
বায়তুল মোকাররমের ঠিক এই জায়গাটা এমনই আছে। ভীড় আর হকার শুধু বেড়েছে। তেমন বদলায় নাই। ঠিক না মিছা কঈছি জনাব !! পরীক্ষা প্রার্থনীয়।
এক্কেবারে হাছা কথা। পরীক্ষায় পাস। ১০০ তে ১০০।

কিন্তু টুকিটাকি করেন নাইতো!
ঢাকা শহরের দারুণ ছবিগুলো দেখে বেশ ভালোই লাগলো।
তাহলে বলতে হয় সংগ্রহ কাজে লেগেছে, ধন্যবাদ আপা।
৪০ বছর আগের আজকের কোলকাতার কথা মনে পড়লো। ট্রাম থাকলে ঠিক ঠিক মিলে যেতো খালিদ দা।
তখন কলিকাতা রাজধানী শহর ছিল আর ঢাকা ছিল দ্বিতীয় শহর। হ্যা ঢাকায় ট্রাম নেই।
আরিব্বাস !! এতো ছবি কখন সংগ্রহ করলেন খালিদ ভাই। ওয়াও। বৃটিশ ইণ্ডিয়ার আলোক আবহ প্রায় একই মনে হয়।
হ্যা ভাই ব্রিটিশ ইন্ডিয়ার বাংলা ১টাই ছিল। আমার কিছু পূর্বপুরুষ তখন কলিকাতা, বর্ধনান, আপনার দূর্গাপুর এসব জায়গায় ব্যবসা করত বলে শুনেছি। এখনওতো আপনাদের খাবার আর আমাদের খাবার, পোষাক, সামাজিক আচার, সংস্কৃতি, গান সবইতো এক, তাইনা? ওরাইতো আমাদের ২/১ জনের লোভের জন্য দুই ভাগ করে দিয়ে গেল।
* ছবি কথা বলে…


দেখলেন আমাকে কিছুই বলতে হলোনা!
এটা খুব আকর্ষণীয় পোস্ট।
বাই দ্যা ওয়ে, দ্বিতীয় ছবিটা বহু বছর আমার ফেবুর পিপি ছিল।
বেশ ভাল লাগল জেনে। মুলত আমার একটা নেশা এমনি সব শিকড়ের সন্ধান করা।
বেশীরভাগ ছবিই আগে কোথাও না কোথাও দেখেছি।