আমি যেখানে চাকরি করি সেই কোম্পানিতে আমার তত্বাবধানে নির্মিত জাহাজের প্রথম বানিজ্যিক যাত্রা শুরু করার কারণে এতদিন ব্লগে আসতে পারিনি বলে সর্ব প্রথমে সকল ব্লগ বন্ধুদের কাছে ক্ষমা চেয়ে এই পোস্ট দিচ্ছি।
এখানে জাহাজটির বিবরন দিচ্ছি:
Name of he vessel: MV GULF ARGO
Length of Vessel: 82.25 meter
Carrying Capacity: 3450 MT
Type of Vessel: Multi Purpose Coastal Container vessel
Engine Horse Power: 1200 x 2 = 2400 HP
Route: Bangladesh and Indian Coastal route.
Port of Registry: Chattogram
IMO No. 978302
Class: RINA
প্রথম সমুদ্র যাত্রার কয়েকটি ছবি, এই যাত্রায় ঢাকার মেঘনা নদী থেকে ছেড়ে চট্টগ্রাম পৌছা এবং চট্টগ্রাম বন্দর থেকে লোড করা পর্যন্ত আমি এবং আমার স্ত্রী এই জাহাজেই ছিলামঃ
Preparing for sailing.
Before sailing Captain Muhit is communicating with others.
Under keel depth.
Snapshot of radar (nearby objects).
Position, speed and course.
Preparing for loading from a foreign vessel
Loading started
Inside of the cargo hold loaded.
Loading from MV Asia Pearl III
Loading on Deck.
The loaded vessel is waiting at midstream of Karnaphuly river for custom clearance.
গর্ব অনুভব করলাম বন্ধু। দেশের সম্পদ বাড়লো বটে। নিমার্ণকাজে সংশ্লিষ্ট আপনাদের সবাইকে আমাদের সকলের শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় বন্ধু।
মেশিনের মত জীবন কাটিয়েছি অনেকদিন।
অনেকদিন পরে দেখা প্রিয় বন্ধু। ভাল আছেন সবাই?
ভালোবাসা প্রিয় বন্ধু।
সবাই ভালো আছি। আপনার জন্য একাকী বোধ করেছি।
বেশ বেশ, খুব ভাল কথা!
দারুণ সুসংবাদ। এখন বুঝলাম এই কয়দিন আপনাকে দেখা যায় নি কেনো।
অভিনন্দন প্রিয় খালিদ দা।
তাইতো বলি খালিদ'দা গেল কোথায়! ধন্যবাদ দিদিভাই।
অনেক শুভেচ্ছা আর শুভ কামনা!
ধন্যবাদ এবং শুভেচ্ছা ভাই।
অনেক অনেক সাফল্য কামনা করছি খালিদ ভাই। খুশি হলাম।
ধন্যবাদ কবি ভাই। আপনারা এতদিন ভাল ছিলেনতো?
সমদ্র ভ্রমণের জন্য সহজলভ্য জাহাজ কেনো তৈরি হচ্ছে না?