আমাকে দিতে পারো
তাঁর শরীরের মত নরোম কিছু জোছনা!
একুশ বছরের এ শরীর একদিন
ছুঁয়ে ছিলো তাঁর শরীরঃ
যেন ঈশ্বরের ঈজেলে স্বর্গ।
সেই শরীর নেই – স্বর্গও তো নেই;
তবু জোনাকীর আলোয়
অন্ধকারে তাঁহারে খোঁজা।
আমাকে দিতে পারো
তাঁর শরীরের মত নরোম কিছু জোছনা!
5 thoughts on “ভালোবাসার কাব্য – এক”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালোবাসার কাব্যে কবি প্রত্যাশা পড়লাম। সুন্দর।
Thanks a lot.
স্বাগতম স্যার।
মুভ কামনা থাকলো
Thank you for your best wishes.