ভালোবাসার কাব্য – এক

আমাকে দিতে পারো
তাঁর শরীরের মত নরোম কিছু জোছনা!
একুশ বছরের এ শরীর একদিন
ছুঁয়ে ছিলো তাঁর শরীরঃ
যেন ঈশ্বরের ঈজেলে স্বর্গ।
সেই শরীর নেই – স্বর্গও তো নেই;
তবু জোনাকীর আলোয়
অন্ধকারে তাঁহারে খোঁজা।
আমাকে দিতে পারো
তাঁর শরীরের মত নরোম কিছু জোছনা!

5 thoughts on “ভালোবাসার কাব্য – এক

  1. ভালোবাসার কাব্যে কবি প্রত্যাশা পড়লাম। সুন্দর। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।