পিরিতির অষ্টপাশ

পিরিতির অষ্টপাশে ঘেসলেই
ও মন মনা – সঙ্গিনী হতে হবে-
এমন রীতি আছে কথায় লেখা
পিরিতি হলো অষ্টপাশের ভেলা-
ঠিক যেমন ফুটবল ক্রিকেট খেলা।

জীবন সংসার হলো অমৃতসুধা
জীবন গোলত করে পিরিতের খোদা
যুগের উপর যুগ থাকে রঙিন ফ্রেমে সাজা
পিমাত্মীয়র স্বীকৃতি ছাড়া পিরিতি
করে অলা ভুলা কর্মের ভীষণ জ্বালা!

তাই বলি খেলো কানামাছি বোউঝি
আর ভেবো না সঙ্গীনি চিতলমাছের কাটা।
পিমাত্মীয়র স্বীকৃতি ছাড়া সেজো না-
কলাগাছের মতো সংসার জীবনী
যাও খেলে যাও শুধু অষ্টপাশের আসমানি।

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “পিরিতির অষ্টপাশ

  1. অনেক অনেক শুভেচ্ছা রইলো প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।