সমাধান নেই

নদীর বাঁধ ভেঙ্গেছে, জানি না কি অভিমানে !
অচমা ঠিক ভুমি কম্পনের মতো ভেঙ্গে চূড়ে জল আর জল ;
কি তাঁর অভিমানের দৃশ্য কায়া, প্রকাশ করে না!
এই সংবাদ পত্র -টিভি চ্যানেলের মতো-
অপেক্ষায় থাকি ! বিষণ্ন দেহ -সে বুঝে না !
তবুও নদী কি বাঁধ ভেঙ্গেই যাবে ?
এর কোন সমাধান নেই -কোন আইন নেই-
ঔরস সন্তান কত আর ভেসে যাবে?

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

1 thought on “সমাধান নেই

  1. ‘ভুমি কম্পনের মতো ভেঙ্গে চূড়ে জল আর জল ;
    কি তাঁর অভিমানের দৃশ্য কায়া, প্রকাশ করে না!’

    ___ সুন্দর লিখা এবং বাচন প্রকাশ প্রিয় কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।