যদি ভালোবাসা পাই,
অর্থপূর্ণ হয়ে উঠে সমস্ত ভুল;
যদি ভালোবাসা পাই,
অন্ধকারে ঝিলিমিলি জাগে উপকূল।
যদি ভালোবাসা পাই,
চোখের বৃত্তে হাসে সোনালি রোদ্দুর;
যদি ভালোবাসা পাই,
ক্ষুদ্র হয়ে আসে অপেক্ষার সমুদ্দুর।
2 thoughts on “ভালোবাসার কাব্য – আট”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালোবাসার কাব্য পড়লে অজান্তেই নস্টালজিক হয়ে যাই। বিশেষ করে এই বয়সেও। শুভেচ্ছা ভালোবাসা প্রিয় কবি মি. মোঃ সফি উদ্দীন |

”যদি ভালোবাসা পাই,
ক্ষুদ্র হয়ে আসে অপেক্ষার সমুদ্দুর। ”
শুভকামনা থাকলো