তাকে আমি কিছুই দিতে পারিনি

যে শালিক আমাকে
পৌষের কোন এক নরম ভোরে
জীবনের রঙ দেখিয়েছিল,
তাকে আমি কিছুই দিতে পারিনি
এক অন্ধকার রাত ছাড়া।

যে ঘুঘু আমাকে
ফাল্গুনের কোন এক মধ্য দুপুরে
অমরাবতীর গান শুনিয়েছিল,
তাকে আমি কিছুই দিতে পারিনি
এক উদাসিন অপরাহ্ন ছাড়া।

যে চাতক আমাকে
বৈশাখের কোন এক তাপদগ্ধ দিনে
তৃষ্ণার জল দিয়েছিল,
তাকে আমি কিছুই দিতে পারিনি
এক কান্নাক্লিষ্ট সন্ধ্যা ছাড়া।

2 thoughts on “তাকে আমি কিছুই দিতে পারিনি

  1. কবিতায় বেদনা বোধ জেগে উঠেছে। কবি ভালো থাকুন এই প্রত্যাশা সব সময়ই রাখি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।