রৌদ্রদিন
আমার মরণ কাউকে যেন
নিরুৎসাহিত না করে
অমিত সম্ভাবনা ফেলে
অকালে পাড়ি দেয়া ভেবে
বিলাপ করা অর্থহীন
বরং যাদের সম্ভাবনার এখনো মৃত্যু
হয় নি তাদেরে একটু পরিচর্যা দিন…
আমি বেঁচে থাকতে অক্ষম কলমের নিবে
ঝরিয়েছি যে সমস্ত প্রলাপ
এখনই আস্তাকুড়ে ফেলে দিন, বর্তমান কালের
সক্ষম কবি লিখছে যে বিলাপ লিপি
একটু নেড়েচেড়ে দেখুন তাতে নিজস্ব কান্নার
যোগসূত্র পান কি না…
আমার রৌদ্রদিনে কি সুধা বিলিয়েছি
এসব লিপিবদ্ধ নাই হল
বরং আজকের রোদ্রবারে
ছায়াময় পৃথিবীর কথা লিখছে যে কবি
তাকে সূর্যের সুসংবাদ দিন
তাকে এখুনি জানান সে আছে মননে
তাকে প্রিয়তার বার্তা পৌঁছে দিন…
মৃত্যু পরবর্তী শোক সভায় গুণকীর্তন না করে
জীবিত কবিকে জানান
মানুষ তাকে ভালোবাসে
পাছে না বেশী দেরী হয়ে যায়…
চমৎকার লিখা। আগামীতে আপনার নতুন গ্রন্থ পাবো সেই প্রত্যাশা করি প্রিয় মকসুদ ভাই। অনেক অনেক অগ্রীম শুভেচ্ছা রইলো।
সুন্দর লেখা।