ফুসফুসে
উইপোকা বেঁধেছে বাসা,
হৃৎপিণ্ডে মাকড়সাঃ
আর কতকাল বাঁচবো জানি না,
শুধু জানি
ফুরিয়ে যাচ্ছে ভালোবাসা।
7 thoughts on “ভালোবাসার কাব্য – বারো”
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ফুসফুসে
উইপোকা বেঁধেছে বাসা,
হৃৎপিণ্ডে মাকড়সাঃ
আর কতকাল বাঁচবো জানি না,
শুধু জানি
ফুরিয়ে যাচ্ছে ভালোবাসা।
মন্তব্য প্রধান বন্ধ আছে।
ভালোবাসা ফুরিয়ে যেতে দেয়া হবে না স্যার। মূল্য চড়া হোক ক্ষতি নেই … ধরে রাখা চাই। ছোট্ট কথার শব্দ-বিলাস পড়ে কিন্তু মন্দ লাগে নি স্যার। শুভ দিন।:)
চমৎকার
সত্য ভালোবাসার কাব্য উপহার কবি দা।
ভালোবাসা ফুরিয়ে যাচ্ছে এই জগত সংসার থেকে – এটা সত্য কিন্তু আমরা কলম যোদ্ধারা থাকতে ভালোবাসা ফুরিয়ে যেতে দেবো না। গা ঝাড়া দিয়ে উঠুন স্যার!



দারুণ।
সুন্দর
* বেশ দামী কথা…