ভালোবাসার কাব্য – চৌদ্দ

সূর্য ডুবে গেলে
অন্ধকারকে থাবার মধ্যে নিয়ে
বিড়াল যেমন সারারাত খেলা করে,
আমারও ইচ্ছে ছিলো
তোমার সঙ্গে তেমনি করে
সমস্ত রাত খেলা করি।

7 thoughts on “ভালোবাসার কাব্য – চৌদ্দ

  1. কবিতার টি-২০; কথায় কথায় বাউন্ডারি!

    কাব্যস্বাদ জিহবায় লেগে রইলো !

মন্তব্য প্রধান বন্ধ আছে।