বিজাতীয়

বিজাতীয়

শুধুমাত্র আমিই যা দেখতে পাই সেসব আমার গভীর রাতের স্বপ্নের লালন। আমাদের হাসি গান ভয় বিদ্রুপের ঠান্ডা কিম্বা উষ্ণ সময় জুড়ে যে নকশি কাঁথারা ছড়িয়ে আছে তাদের পালন করি নিউরনের নাতিশীতোষ্ণ কুঠরিতে। তাদেরই সন্তান সন্ততি অথবা পৌত্র প্রপৌত্রের কেউ কেউ বয়স জনিত বালখিল্যপনায় সেই বন্ধ ঘরের জানলা টপকে, শাড়ি বা স্রেফ দরজার পর্দা পাকিয়ে ব্যালকনিগুলো থেকে লাফ দেয় নীচে, পালায়…পালায়।

পালানোর রাস্তায় পেয়ে যায় এক ছোট্ট নামগোত্রহীন ম্যাজিক ঝোরা। মাঝরাতের প্রোটেস্ট্যান্ট চার্চের ঘন্টা বাজে গুনে গুনে বারোবার। আর ওমনি ঝুপ্পুস নামে একলা ইয়েতি, একলা ইউনিকর্ণ, একলা দেড় আঙলা দেড়েল মানুষ। বিগত ছায়ার যত ফেলে আসা না কথা, অবজ্ঞা, অকারণ কুৎসা, একগাল হাসি আর নাভিমূলে আদরের ক্ষতচিহ্নের দল পেছনে মিলিয়ে যেতে যেতে বিন্দু হয়।

সামনে অচলায়তনের মস্ত বার দুয়ারী কপাট হাট করে খুলে কুর্ণিশ ঠোকে আজন্ম ক্রীতদাস দুই শান্ত্রী। ঘোড়ার কেশরে ছলকায় অনন্য চাঁপার সুগন্ধি। স্বপ্ন জড়িয়ে, স্বপ্নের গায়ে পা তুলে চুমু খাই। ফের ঘুমোই কালকের রোদ্দুর ছোঁব বলে।

সৌমিত্র চক্রবর্তী সম্পর্কে

পরিচিতিঃ জন্ম বিহারের এক অখ্যাত বনাঞ্চলে বাবার চাকরীস্থলে। রসায়নে স্নাতকোত্তর এবং ম্যানেজমেন্ট পাশ করে কিছুদিন সাংবাদিকতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারী উচ্চপদস্থ কর্মচারী। একাধারে নাট্যকার, কবি এবং গল্পকার। কবিতা, গল্প, প্রবন্ধ, পুস্তক পর্যালোচনা, বিভিন্ন ধরনের লেখা ছড়িয়ে আছে দেশ বিদেশের অসংখ্য পত্র পত্রিকায় ও সংবাদপত্রে। উৎপল দত্ত সহ বহু বিখ্যাত নাট্যব্যক্তিত্বের কাছে শিখেছেন থিয়েটার। বহু বিচিত্র ও ব্যাপ্ত ময় তাঁর জীবন। বন, জঙ্গল, পশু, পাখি, বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তাঁর দীর্ঘকালের নিবিড় ও অন্তরঙ্গ পরিচয়। কবিতা ও বিভিন্ন লেখা লেখিতে তিনি মস্তিস্কের থেকে হৃদয়ের ভুমিকাকে বড় করে দেখেন। কবিতা, গল্প, নাটক এবং মুক্তগদ্য মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থের সংখ্যা নয়। প্রকাশিত গ্রন্থগুলি হলো বইছে লু, থিয়েটার কথা, তিতলিঝোরা, নীলপাখিকে উড়ো চিঠি, রাত্রি আমার নৈশপ্রিয়া, ব্রিজের নীচে বৃষ্টি, ২ একাঙ্ক, প্রতিলিপি এবং বেবুশ্যে চাঁদ, খণ্ড ক্যানভাস। ইতিপূর্বে অঙ্গন সহ কয়েকটি পত্রিকা সম্পাদনা করেছেন। বর্তমানে অক্ষর বৃত্ত পত্রিকার প্রধান সম্পাদক। নেশা ফটোগ্রাফি ও ভ্রমণ।

9 thoughts on “বিজাতীয়

  1.   গোপন সামাজিক অসংগতিগুলো ধরা পড়ে যায় মাঝ রাতে আপনার অন্তর-চোখে!

    শুভেচ্ছা জানবেন মিঃ সৌমিত্র চক্রবর্তীhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. নিউরনের নাতিশীতোষ্ণ কুঠরি , একলা দেড় আঙলা দেড়েল মানুষ , নাভিমূলে আদরের ক্ষতচিহ্ন- অসাধারণ শব্দের সাথে শব্দের মিলন! ভালো লাগলো।

    আর- স্বপ্ন জড়িয়ে, স্বপ্নের গায়ে পা তুলে চুমু খাই – এভাবেই থাকুন কবি'দা https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. কতো কী যে বল্লেন; লিখে এবং না লিখে। দুটোই মুগ্ধ হয়ে পড়লাম!

    "স্বপ্ন জড়িয়ে, স্বপ্নের গায়ে পা তুলে চুমু খাই। ফের ঘুমোই কালকের রোদ্দুর ছোঁব বলে"।— অভিধানে নাই; কিন্তু আমি নিশ্চিত এই লাইনটার নামই জীবন! 

  4. সেই খেলা এখনো খেলতে ইচ্ছে করে, যখন সেই ছোটবেলার সেসব মনে পড়ে যায়। এখনো স্ববপ্ন দেখি, সেই আগের মতোই।

    দারুণ শব্দশৈলী দিয়ে নিখুঁত ভাবে গেঁথেছেন শ্রদ্ধেয় দাদা। শুভকামনা রইল।

মন্তব্য প্রধান বন্ধ আছে।